নারিকেলের কুশলী পিঠা।

in BDCommunity4 years ago

হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই। আশা করি সবাই ভাল আছো। আজকে আমি নারিকেলের কুশলী পিঠা বানিয়েছি।

IMG_20201005_122425~3.jpg

নারিকেলের কুশলী পিঠাবানানোর পদ্ধতি।

কুলি পিঠা বানানোর জন্য আমাদেরকে পরিমাণমত পানি নিতে হবে। পানিতে যখন ফুটন্ত হয়ে যাবে তখন পানিতে লবণ মিশ্রিত করতে হবে। লবণ পরিমাণ মত ব্যবহার করতে হবে না হলে খেতে ভালো লাগবে না। তাই লবণের পরিমাণ তো খেয়াল রাখতে হবে। এখন গরম পানিতে চালের গুড়া আর ময়দা মিশিয়ে দেয়া হলো।শুধু চালের গুড়া তে করতে পারেন তবে পিঠা একটু শক্ত হবে। আর ময়দা যুক্ত করলে তা অনেক নরম হবে। এগুলো কিছুক্ষণ নেড়ে দিতে হবে এখানে চালের গুঁড়ো আর ময়দা 2 কাপ পরিমাণ নেওয়া হয়েছে. কিছুক্ষণ যাওয়ার পর দেখা যাবে আটার ডো টা সুন্দর করে হয়ে গেছে।

IMG_20201005_112421~2.jpg

ডো টা ভালো করে বানানোর পর এবার একটা পাতিলে একটা নারিকেল যেটা খোড়ানো হয়েছে সেটা পুরোটা পাতালের মধ্যে নিয়ে নিলাম। তারপর এখানে কিছুটা গুড় মেশালাম গুড়ের বদলে অনেকেই চিনি ব্যবহার করতে পারে। পাতিল চুলায় দেওয়ার আগে এগুলো সব করে নিতে হবে।সাথে এক চিমটি লবণ দিতে হবে। তারপর চুলায় দিয়ে অনেকক্ষণ ধরে নিতে হবে। এটি চুলায় অনেকক্ষণ রাখতে হবে যতক্ষণ এটি গলে না যায়। যতক্ষণ পর্যন্ত না গোটা গলে যাচ্ছে আর এটা বাদামী রং ধারণ করছে ততক্ষণ পর্যন্ত এটি নাড়তে হবে। কিছুক্ষণ পর দেখা যাবে এটি পানি পানি হয়ে গেছে। আমাদের আরও কিছুক্ষণ নেড়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটি বাদামী রং ধারণ করে। খেয়াল রাখতে হবে এটি জন্য কড়াইতে লেগে না যায়.নএকটু পর একটি সুন্দর বাদামি রং ধারণ করে ফেললে এটি চুলা থেকে নামিয়ে দিন। 10 মিনিট নেড়ে দেয়ার পর এই রংটা চলে আসলো। কিছুক্ষণ এটি ঠান্ডা করার জন্য রেখে দিলাম।

IMG_20201005_112724~3.jpg

IMG_20201005_112608.jpg

IMG_20201005_113058~2.jpg

এরপর একটা রুটি বড় করে বেলে নিলাম। রুটিটা স্বাভাবিক রুটি থেকে একটু বড় আর মোটা হবে।একটি গ্লাস অথবা মগ বা কোন কিছু কাটার দিয়ে রুটি টা কেটে নিতে হবে। অনেকগুলো ছোট গোল রুটি তৈরি হয়ে গেলো পিঠা বানানোর জন্য এবার এগুলো কুলায় রেখে দেয়। এবার এইগুলো রুটের উপরে একেক করে নারিকেলের পুর টা নিয়ে সুন্দর ডিজাইন করতে হবে। আপনার ইচ্ছা মত নকশা করতে পারেন।

IMG_20201005_112823~2.jpg

IMG_20201005_112932~2.jpg

IMG_20201005_112532~2.jpg

IMG_20201005_113002~2.jpg

IMG_20201005_121803~2.jpg

আমি ধীরে ধীরে সবগুলো পিঠার নকশা করে নিলাম। নকশা শেষে সবগুলো এক জায়গায় রেখে দিলাম। চুলায় একটি কড়াইয়ে কিছু তেল ঢেলে দিলাম। অল্প তাপে তেল গরম করে নিলাম তেল বেশি গরম করা যাবে না। তেল গরম হয়ে গেলে একটি একটি করে পিঠা ছেড়ে দিলাম। অল্প তাপে পিঠাগুলো। অল্প তাপে এটা ভাবতে হবে 1 পাট হয়ে গেলে এটি উল্টে দিতে হবে। বেশীক্ষণ ভাজা যাবে না অল্প কিছুক্ষণ ভাজলে হবে। বাদামি রং হয়ে গেলে পিঠা গুলো নামিয়ে রাখতে হবে। পিঠা গুলো বানানোর শেষে একটা পেটে রেখে পরিবেশন করতে হবে।

উপকরণ,
১.চালের গুড়ো
২.ময়দা
৩.১ টা নারিকেল
৪. গুড়
৫.পানি
৬.তেল।
৭.সামান্য লবণ।

আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে। ভাল থাকুন সুস্থ থাকুন আজ আমি এখানে শেষ করছি।

ধন্যবাদ।

Sort:  

wow delicious recipe mouthwatering , i will try it i liked it thank dear

Thank you for your compliment...and try it...its was also tasty to eat...

Thank you for sharing this amazing post on HIVE!
  • Your content got selected by our fellow curator @deepu7 & you just received a little thank you via an upvote from our non-profit curation initiative!

  • You will be featured in one of our recurring curation compilations and on our pinterest boards! Both are aiming to offer you a stage to widen your audience within and outside of the DIY scene of hive.

Join the official DIYHub community on HIVE and show us more of your amazing work and feel free to connect with us and other DIYers via our discord server: https://discord.io/diyhub!

If you want to support our goal to motivate other DIY/art/music/homesteading/... creators just delegate to us and earn 100% of your curation rewards!

Stay creative & hive on!

Thank you..

Love your Foodie post!

Yum! You have been curated by @sajannair on behalf of FoodiesUnite.net on #Hive. Thanks for using the #foodie tag. We are a tribe for the Foodie community with a unique approach to content and community and we are here on #Hive.

Join the foodie fun! We've given you a FOODIE boost. Come check it out at @foodiesunite for the latest community updates. Spread your gastronomic delights on PEAKD.com and claim your tokens.

Join and Post through the Community and you can earn a FOODIE reward.

Banner_followBHcommentsize.png

Thank you..