শূন্য থেকে জীবনের শুরু নাকি শূন্যতেই পরিসমাপ্তি

in BDCommunity5 years ago (edited)

আমার জানা মতে ভারতীয়রা প্রথম শূন্য আবিষ্কার করে। এই শূন্যের প্রতি কারো কোন মনের টান আছে কিনা আমি জানিনা। কিন্ত এই শূন্যের সাথে আমার রয়েছে এক নীবির সম্পর্ক। কখনো কখনো মনের অজান্তেই শূন্যের দারগরায় চলে আসি। বিজ্ঞান বলে পৃথিবীর ক্ষুদ্রতম কনার নাম পরমাণু আর এই পরমাণু সর্বদা কম্পমান। তাহলে কি এই পরমাণুও তার কম্পন শূন্য থেকে শুরু করেছিল ? নাকি আমিই শুধু বারবার শুনের কাছে চলে যাই ।

00000.jpgsource

জীবনের অনেক গুলি বছর পার হয়ে মনে হয় যেন জীবনের শেষপ্রান্তে এসে দাঁড়িয়েছি। আজ এই অবস্থানে দাঁড়িয়ে থেকে মনে হচ্ছে যদি আবার জীবন প্রথম থেকে শুরু হত। জ্ঞানশূন্য থেকে যদি আবার শুরু হত তাহলে হয়ত নিজেকে শুধরে নিয়ে ভাল মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতাম। ছোট্টবেলায় মায়ের বকুনির মর্মার্থ অনুধাবন করতে পারতাম ।

লেখাপড়ায় আমার ছিল চরম ফাকি দেওয়ার স্বভাব। আমার কাছে পৃথিবীর সবচেয়ে বোরিং যে কাজটা ছিল, সেটা হল লেখাপড়া করা। লেখাপড়া নিয়ে চরম অবহেলা আর নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে নিজের জন্য যে অভিশপ্ত জীবন বানিয়েছি তার মাশুল আজব্ধি আমাকে দিতে হচ্ছে। তাই আজ জীবনের সায়াহ্নে আজও ভাবি ইস আমি আবার যদি লেখাপড়া শূন্য থেকে শুরু করতে পারতাম।

5-qualities-successful-entrepreneurs.jpgSource

ভালবাসার মায়া জালে নিজেকে জড়িয়ে কল্পনার রাজ্য তৈরি করতে কার না ভাল লাগে। আমিও সেই জালে নিজেকে জড়িয়েছিলাম কোন এক মায়াবতীর প্রেমে। অব্যক্ত সব কথা থেকে গিয়েছিল আমার বুকের মাঝে, বলা হয়নি তাকে ভালবাসার কথা। কোন একদিন সেই মায়াবতী পাখা মেলে উড়ে যায় অজানা রাজ্য আর তার দেখা মেলেনি। কিন্ত এবার আমার কি হল !! ভালবাসার জন্য মন শূন্য থেকে শুরু করতে চায়না। নতুন করে কিছু ফিরে পেতে চায়না,। যেখানে আছি, যে ভাবে আছি সেখান থেকেই চলে যেতে চাই ,কোন এক সীমাহীন প্রান্তরে যেখানে কোন কিছুই শূন্য থেকে শুরু হয়না ।

ধন্যবাদ