বিকেলের নাস্তা সুস্বাদু  আলু পাকোড়া ।

in BDCommunity3 years ago

আসালামুআলাইকুম,
20210621_220811.jpg
অনেক দিন পর আবার আমি চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে।

বিকেলে নাস্তা ছাড়া যেনো আমাদের চলে না। সচরাচর আমরা বিকেলে হালকা নাস্তা করে থাকি।যেমন বিকেলে চায়ের সাথে বিস্কুট অথবা দোকানের তৈরি কোনো নাস্তা।তবে দোকানের নাস্তা না খেয়ে যদি ঘরে তৈরি করা কোনো নাস্তা বিকেলের নাস্তা হয়।তাহলে বিকেলের নাস্তা করার অনুভতি অন্যরকম লাগে।
আলু সুস্বাদু একটি সবজি,আলু দিয়ে বিভিন্ন রকমের তরকারি এছাড়াও বিভিন্ন রকমে নাস্তা তৈরি করা যাই।খেতেও অনেক সুস্বাদু ।
আজকে আমি আলু দিয়ে বিকেলের নাস্তা তৈরি করেছি।
আলু দিয়ে নাস্তাটির নাম হচ্ছে আলু পাকোড়া।চার পাঁচটা আলু দিয়ে খুব সহজে সুস্বাদু আলু পাকোড়া তৈরি করা যাই।
তাহলে কথা না বাড়িয়ে চলুন সুস্বাদু আলু পাকোড়া কিভাবে আমি তৈরি করেছি ধাপে ধাপে আপনাদের দেখায়।
20210622_004349.jpg

উপকরণ
আলু 4-টি,
ময়দা 1-কাপ,
পেয়াজ 3-টি,
কাঁচা মরিচ 8-9 টি,
আদা বাটা 1/5 চামচ,
রসুন বাটা 1/3 চামচ,
হলুদ বাটা 1/5 চামচ,
ম্যাজিক মসলা প্যাক 1-টি,
সয়াবিন তেল 7-চামচ,
ধনে পাতা পরিমাণ মত,
লবণ স্বাদ মত,
20210622_004430.jpg
প্রস্তুত প্রণালী
প্রথমে আলু গুলো ছিলে, তারপর পানিতে ভিজিয়ে রেখে একটা বাটিতে ধুয়ে নিবো।

20210622_014934.jpg

আলু গুলো এবং ধনে পাতা ছুড়ি দিয়ে চিকন কুচি করে একটা বাটিতে নিবো।
20210621_221041.jpg
বাটিতে কুচি করা আলুর সাথে একে একে সব মসলা, লবণ,এক কাপ ময়দা এবং পেয়াজ কুচি,কাঁচা মরিচ কুচি,দিয়ে দিবো।
আমি আলু পাকোড়াতে কাঁচা মরিচ বেশি
দিয়েছি। পাকোতে ঝাল হলে আমার খেতে খুব ভালো লাগে।আপনারা চাইলে কাঁচা মরিচ কম দিতে পারেন।
20210621_221017.jpg
সব মসলা দেওয়ার পর ম্যাজিক মসলা প্যাক কেটে পাকোড়া মাখানোর আগে দিয়ে দিবো বাটিতে।তারপর অলপ পানি দিয়ে হাতে সাহায্যে মেখে নিবো।
পাকোড়াতে ম্যাজিক মসলা দিলে লবণের পরিমাণ কম দিতে হবে।কারণ ম্যাজিক মসলায় সব রকমের মসলা এবং লবণ দেওয়া থাকে।সেই দিকে খেয়াল রাখতে হবে।
20210621_220938.jpg
আলু পাকোড়া মাখানো হলে পাঁচ মিনিট ঢেকে রেখে দিবো।
20210621_220913.jpg
পাঁচ মিনিট পর চুলায় একটা প্যানে সাত চামচ তেল দিবো।তেল গরম হলে আলু পাকোড়া গুলো হাতের সাহায্যে ছোট ছোট করে প্যানে দিয়ে দিবো।
আপনারা চাইলে আলু পাকোড়া জন্য আলু গুলো ছুড়ি দিয়ে না কেটে আলু কুচি করার মেশিন দিয়ে কুচি করতে পারেন।
তবে ছুড়ি দিয়ে আলু কুচি করে।পাকোড়া তৈরি করলে মুচমুচে হয় আর খেতেও ভালো লাগে।
20210621_220853.jpg
আলু পাকোড়া গুলো চুলার মাঝারি আঁচে ভাজব।এক পাশ হলে অন্য পাশ উলটায় দিবো।
আলু পাকোড়ার রং লাল লাল হলে চামচের সাহায্যে একটা
প্লেট তুলে নিবো।
আলু পাকোড়া গরম গরম টমেটো সস দিয়ে খেতে অসাধারণ লাগে।
20210621_220836.jpg
আমার রেসিপিটি আপনাদের ভালো লাগলে। ঘরে বিকেলের নাস্তা জন্য তৈরি করে খেয়ে দেখবেন।

ধন্যবাদ,

Sort:  

খুবই টেস্টি রেসিপিটি

ধন্যবাদ আপনাকে 🌹

Hi @kolsomrita, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON