পাসপোর্ট করার প্ল্যান কতবার নিয়েও করা হচ্ছে না।
বাড়ির পাশেই আখাউড়া চেকপোস্ট, ৩০ মিনিটের দূরত্ব। সাথের কয়েকজন প্রতি মাসেই আগরতলা চক্কর দিতে যায় বিভিন্ন কাজে। করে ফেলবো 😤
You are viewing a single comment's thread from:
পাসপোর্ট করার প্ল্যান কতবার নিয়েও করা হচ্ছে না।
বাড়ির পাশেই আখাউড়া চেকপোস্ট, ৩০ মিনিটের দূরত্ব। সাথের কয়েকজন প্রতি মাসেই আগরতলা চক্কর দিতে যায় বিভিন্ন কাজে। করে ফেলবো 😤
কালকেই যাও।
চলো বেড়াতে যাবো শীতকালে।
পিংক সিটিতে 🥰
এই মাসে সম্ভব না, আপাতত অনেক বড় একটা কিছু সামলাতে হচ্ছে, সেটার পর ইনশাআল্লাহ করে ফেলবো।
হম্ম। করে ফেলো।
পাসপোর্ট রেডি থাকা ভালো এখনকার যুগে
আগরতলা গিয়েছেন কখনো?
নাহ! যাবার কথা ছিল, ভিসাও নিয়েছিলাম, নাগাল্যান্ড যাওয়ার জন্য।
করোনা এসে সব ভজকট করে দিয়েছিল।
ওহ্, হয়তোবা আপনি নেক্সট প্ল্যান বানানোর আগে আমার এগুলোও রেডি থাকবে। 🫣
Are you sure 🤭 It can be even next month!
keywords "হয়তোবা", "can be"
So lets see. 😅
Yes 🥳
দুর্গাপূজার সাজে কোলকাতার প্রেম নে দেখলে জীবনতো কয়েক আনা বৃথা।
আমি হাড়িপাতিল বেঁচে হলেও প্রেমিককে তার সাজে দেখতে যাবো ভাবছি 🤭