শখের যান মোটরবাইক

in BDCommunity5 years ago

মোটরসাইকেল একটি সহজ যানবাহন মাধ্যম। কিন্তু মোটরসাইকেলও একটি আনন্দদায়ক ও দুর্ঘটনাজনিত ভ্রমণ। অন্যান্য যানবাহন থেকে এই যানবাহনের একটু রিক্সা এর পরিমাণটাও একটু বেশি। কিন্তু আনন্দের পরিমাণ ও বেশি তবে। সাবধানে চালাতে পারলে খুবই আনন্দ পাওয়া যায়, যখন খুশি এখানে-সেখানে ঘুরে বেড়ানো যায়। কোন সমস্যা হয়না সময়টাকে সেভ করানো যায়। যখন রাস্তায় প্রচন্ড জ্যামে দাঁড়িয়ে থাকতে হয় প্রাইভেটকার, বাস-মাইক্রোবাস, মিনি বাসের মধ্যে কিন্তু মোটরসাইকেল দিয়ে সহজেই ঠেলে সামনে এগিয়ে যাওয়া যায়। অর্থাৎ সময়টাকে নিয়ন্ত্রণ করা যায়। যদি কোনো পার্সোনাল মোটরসাইকেল থাকে তাহলে খুব তাড়াতাড়ি গন্তব্যস্থানে পৌঁছানো যায়20200717_154647.jpg

আমাদের সমাজে হয়তোবা সবার এই মোটরসাইকেল নাই, তবে বিশেষ কিছু নয় মোটরসাইকেল যাদের নেই
বিভিন্ন যানবাহনে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করা যায়। বর্তমানে আমাদের শহর অঞ্চলে মোটরসাইকেল দিয়ে পাঠাও এক স্থান থেকে অন্য স্থানে ভাড়াটানে। এভাবে অনেকেই মোটরসাইকেল দিয়ে নিজেদের পরিবার পরিচালনা করছে, ইনকাম করছে, আয় করছে। আমরা উত্তরবঙ্গের দিকে তাকালে দেখতে পাই মোটরসাইকেলে মেয়েরা চালিয়ে তাদের সংসারের জন্য জীবিকা নির্ভর করছে। ইন্ডিয়ার দিকে তাকাই দেখি ইন্ডিয়ার প্রত্যেকটা পরিবারে একটা করে মোটরসাইকেল থাকে কারণ মোটরসাইকেল একটা অন্যতম আয়ের উৎস। মোটরসাইকেল দিয়ে তারা বিভিন্ন মালামাল এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া আশা করে। আমরা জানি ইন্ডিয়ার প্রদেশ গুলো এক প্রদেশ থেকে অন্য দেশে ব্যাপক গুরুত্ব বহন করে তাই তারা মোটরসাইকেল নতুন যানবাহন হিসেবে ধরে নেয়। আবার পাহাড়ি অঞ্চলের দিকে তাকালে আমরা দেখি যে মোটরসাইকেলের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে আমাদের এই যুগে আধুনিক ছেলেদের ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে এই মটর বাইক। তবে আমাদের আনন্দদায়ক পরিবারের জন্য কান্নাও চলে আসে এই মটর বাইকের জন্য, কারণ একটু উল্টাপাল্টা চালাতে গিয়ে একটা ছেলে হয়তো রোড এক্মিডেন্ট এ মারা যাচ্ছে, তো একটা পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে আনন্দের মধ্যে যে কান্নার রোলপড়ে চলে আসে20200717_154658.jpg
বর্তমানে অনেক বেসরকারি স্কুলের শিক্ষকরা এবং অনেক বেকার ছাত্ররা যারা লেখাপড়া কমপ্লিট করেছে, তারপরও মোটরবাইকে একটি অন্যতম আয়ের উৎস হিসেবে ধরে নিয়েছে। আজকে প্রত্যেকটা শহরে বিশেষ করে ঢাকা শহরে অনেক শিক্ষিত ছেলে রয়েছে যারা এ বাইকের উপর নির্ভর করে তার পরিবার চালাচ্ছে। এতে অনেক বাইকারদের কে অনেক বিপদে পড়তে হয়। পেছনে বসে অনেক ছিনতাই করে নিয়ে যাচ্ছে। কিছুদিন আগে একটা ঘটনা দেখেছিলাম যে, একটা বাইকে করে পাঠাও রাতের বেলা যাচ্ছে পেছন থেকে ছুরি আঘাত করে ছেলেটাকে মেরে তার মোটরবাইকটি নিয়ে গিয়েছে। কিন্তু তারপরও মোটর বাইক টা একটা মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সবথেকে বড় বিষয় হল এই বাইক এক দেড় লাখ টাকা 2 লাখ টাকা 3 লাখ টাকা সাধ্য অনুসারে মোটর বাইক কেনা যায়। কিন্তু এটা মূলত একটা শখের জিনিস, শখ করে যারা কিনতে পারে তারাই হয়তোবা সেটা নিয়ে ঘুরাফেরা করে। সকলের প্রতি আমার দোয়া ও ভালোবাসা রইলো। আপনারা সকলে নিরাপত্তার সাথে বাইক চালান এবং যদি আপনার সকলের বাইক থাকে তাহলে নিজে ভাল থাকুন পরিবারের সবাইকে সেভ রাখুন ধন্যবাদ সবাইকে আমার এই লেখাগুলো পড়ার জন্য20200717_154717.jpg

Sort:  

পাঠাও উবার ইত্যাদির কারণে এখন অনেক যুবক মোটরসাইকেল চালিয়ে তাদের পড়াশোনার খরচ চালাচ্ছে। অনেকেই এমনকি সংসার চালাচ্ছেন। তবে মোটরসাইকেল বহন হিসেবে ভয়ংকর মনে হয় আমার। এত এত অ্যাক্সিডেন্টের খবর পড়ি।

যারা চালায়.. তাদের উচিত একটু সতর্কভাবে চালানো। রাস্তা দিয়ে যখন চালিয়ে যাবে.. নিজেকে যেন পঙ্খিরাজ ঘোড়া মনে না করে।

আপনার এই ভাবনার সাথে আমিও একমত। তবে আজকের দিনে মোটরবাইক একজন ব্যক্তির জন্য সময়কে অনেক দিক দিয়ে বাচিয়ে দেয়।

হ্যা। সেটা স্বীকার করি। তবে সতর্কতা কাম্য

Congratulations @mohasin1! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You published more than 10 posts. Your next target is to reach 20 posts.

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Do not miss the last post from @hivebuzz:

Hive Whale - Make it spray and get your badge!
Support the HiveBuzz project. Vote for our proposal!