It is very easy to dream but the reality of dreams is not so easy !!

in BDCommunity3 years ago

Hello All,

Hope all people are well, Flower wished to all of you.

Welcome Everyone, This is my new post in hive communication

Wishing everyone a bunch of fresh red roses this Ramadan!!!

I have come to see my new dream. You are looking at my Hive blog and I am saying nazmanazu87.

স্বপ্ন সবাই দেখতে পছন্দ করে। স্বপ্ন মানুষ কে দীর্ঘদিন বেঁচে থাকতে সাহায্য করে। স্বপ্ন দেখেণা এরকম মানুষ পাওয়া যাবেনা। ছোট বড় সবাই এমনকি বিদ্ধ মানুষ ও এই স্বপ্ন দেখেই বেচে আছে।
স্বপ্ন মানুষ দীর্ঘজীবন যেরকম দেয় আবার মনের প্রশান্তি ও বাড়ীয়ে দেয় । আমরা নিত্ত দিনের অনেক বিষয় নিয়ে স্বপ্ন দেখে থাকি।
ছোট কালে অনেক অনেক স্বপ্ন দেখতাম যেটা বড় হওয়ার সাথে সাথে এই স্বপ্নের ভিন্নতা আসতে থাকে। যখন স্কুলে পড়ি তখন স্বপ্ন ছিল শিক্ষীকা হব। কিন্তু পড়াশুনায় তেমন ভালো না হওয়ার কারনে এবার স্বপ্ন অন্য দিকে মোড় দিতে থাকে ।

download.jpg
source picture

কিভাবে স্বপ্নকে লক্ষ্যে পরিনত করে স্বপ্ন পূরণ করা যায়? সেটা নিয়ে তেমন আমরা ভেবেই দেখি না। শুধু স্বপ্ন দেখেই যাই। ধরুন আমরা স্বপ্ন দেখি
কখনো ডাকতার বা ইঞ্জীণীয়ার হওয়ার। যে স্বপ্ন পূরণ করার মত পরিশ্রম আমরা করতে চাই না। করলেও মানুষের বাঁধার মুখে সেটা পূরণ হয়ই না। এটা পারবাণা ওটা পারবাণা। এই পারবাণা শূনতে শূনতে আমরা আমাদের স্বপ্নের বারোটা বাজিয়ে দেই।
আমাদের সমাজে যেটাই করতে যাই শেখাণো সবাই বলতে থাকে তোমার দারা এই কাজ করা সম্ভব নয়। এরকম অনেক স্বপ্ন আছে যা মানুষের জন্য সেই স্বপ্ন আমি পূরণ করতে পারিনি।

বড় হবার স্বপ্ন কে আমরা নিজেরাই কিন্তু শেষ করছি সেটা না আমাদের সমাজ আমাদের স্বপ্ন কে ভেঙ্গে দিচ্ছে। আমরা আমাদের লক্ষে পৌঁছাতে পারছি না। পরিশেষে আমরা আমাদের নিজস্বতা বীলিন করে পরের অধীনে থাকি। অথচ আমরা একটু সাহায্য পেলে হয়ত আমরাও এগীয়ে যেতাম সামনে আমাদের স্বপ্নের দিকে। এর জন্যই আমি আজ বলতে বাধ্য হচ্ছি যে "স্বপ্ন দেখাটা অনেক সহজ কিন্তু স্বপ্নের বাস্তবতা কিন্তু এতটা সহজ নয় !! "

অনেক স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়াব , আমি অনেক মানুষকে আমার সাথে কাজ করাতে পাড়বো। সাহায্য করতে পাড়বো অনেক মানুষকে। সেই লক্ষের খুব কাছে চলে গিয়েছিলাম । দারা করেছিলাম আমাদের স্বপ্নের বাস্তবতা রূপে। পারবোনা শূনেও এগিয়ে ছিলাম আমার স্বামীকে নিয়ে। আমরা আমাদের স্বপ্ন পূরণে শুরু করেছিলাম ছোট একটা ফ্যাক্টরি দিয়ে। এগিয়ে গীয়েছীলাম ও অনেক দূরে।দীঘ তিন বছর সাফলর ধাঁরা বজাই রেখে এগিয়ে যেঁতে ছিলাম। মনে করেছিলাম আমাদের মাণে আমার ও আমার স্বামীর স্বপ্ন মনে হয়ই এবার পূরণের দিকে যাচ্ছে।

কিন্তু হঠাৎ করোনা নামক মহামারী আমাদের সকল আশা নিমিষেই শেষ করে দিতে থাকে। এই সময় আমাদের সবচেয়ে বড় অর্ডার আমরা হারিয়েছি, যে কাজের জন্য সমস্ত মালামাল কিনে রেখেছিলাম । শুধু অর্ডারটা হারানই না লক ডাউনের ঘোষণার পর তিন মাস অনেক শ্রমিক ও কর্মচারীকে হাতে থাকা সকল টাকা দিয়ে তাঁদের সেলারী দিয়ে আমরা অনেকটা আমাদের স্বপ্ন থেকে পিছিয়ে গেলাম।
এখনো সেই বীভীষীখাময় বেদনার মধ্যে পার করছি। আর কতদিন এই যন্তনার মধ্যে কাটাব বলতে পারেন। আমরা কি আবার আমাদের স্বপ্ন পুরন করতে পারবোনা??

স্বস্থী শুধু একটাই যে স্বপ্নের সেই মাধ্যম টা আজও টিকিয়ে রেখেছি অনেক বিপদের ও মধ্য। আবার শুরু করতে মনোবল যোগাড় করছি। সেই সাথে আবার ও আমরা স্বপ্ন দেখছি আমাদের নিজস্বতাই আমাদের স্বপ্ন বাঁচিয়ে রাখার প্রত্যয়ে। জয় হক স্বপ্নের , আবার বিশ্বাস ফিরে পাক আমার অন্তরে ।

ধন্যবাদ সবাইকে

Good Luck to all of you

That's all for now. I'll come with an interesting post again.

"About Me""

1.jpg

Generally...

I'm a housewife, i like to draw picture, i can do a lot of design work and help my husband at our design firm. now I am working on Jewelry making project

Thank you to all.

"Be Healthy, Be Beautiful,Be Good and Wishes"

Sort:  

Congratulations @nazmanazu87! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 4750 upvotes.
Your next target is to reach 5000 upvotes.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

Support the HiveBuzz project. Vote for our proposal!