আমি যে মেসে ছিলাম সেখানে খাওয়া নিয়ে এমন সমস্যা হয়নি। তবে ছাড়পোকার কামড় খেয়েছি। মেসে অনেক ধরনের মানুষের সাথে মিশে তিক্ত এক অভিজ্ঞতার সাক্ষাৎ পাওয়া যায়৷ নতুনদের জন্য মেসে থাকা একটু কষ্টকর হলেও বাইরের জগৎ সম্পর্কে শিক্ষা পাওয়া যায়। তিন বছর হলো মেস ছেড়েছি৷ খুব মিস করি মেস জীবনকে।
@ohabrizvi
আমিও একসময় মেসে থাকতাম ভাই। নিজের পড়ালেখার পাশাপাশি টিউশনি করাতাম। তো যখন টিউশনি থেকে বাসায় আসতাম, দেখতাম যে বুয়া যা রান্না করে গেছে, সেই খাবার শেষ হয়ে গেছে। এখন আমায় রান্না করে খেতে হবে। ক্ষুধা পেটে নিয়ে রান্না করতাম। কষ্টে একা একাই হাসতাম। 😅
যাক এসব কথা।
মেস লাইফ আসলেই মানুষকে আরো নতুন নতুন অভিজ্ঞতা এনে দেয়। 🙂