কোচিং বাণিজ্য এটা আমাদের দেশের থেকেও বেশি দেখা যায় দক্ষিণ কোরিয়াতে।
https://fb.watch/iE6nk2qrvt/
আপনার পয়েন্টগুলো ছাড়াও আমাদের শিক্ষা ব্যবস্থা ভাঙ্গার আরেকটা কারণ হলো প্রাইমারি আর হাইস্কুলের শিক্ষক নিয়োগ ব্যবস্থা। গ্রাজুয়েটরা ভালো কোনো চাকরি না পেলে স্কুলে ঢুকে, যেখানে আমেরিকায় ইউনিভার্সিটির চেয়ে প্রাইমারি শিক্ষকদের বেতন আর সুযোগ সুবিধা বেশি। আমাদেরও যদি স্কুল লেভেলের শিক্ষকদের সুযোগ সুবিধা ভালো থাকতো তাহলে বাচ্চাদের পড়াশোনার বেসিক শুরু থেকেই স্ট্রং হতো। কারিকুলাম বদলায় কি হবে যদি তাদের পড়ানোর যোগ্যতাই না থাকে!