ফ্যান কালারিং!

in BDCommunity2 months ago

উদ্ভট এক কান্ড করে বসে আছি। কাজটা করার পর এখনও খানিকটা শকের মধ্যে আছি। এমনিতে অদ্ভুত সব জায়গায় রঙ করার জন্য টুকটাক নামডাক আছে, কিন্তু সেই পাগলামি যে শেষমেস ফ্যান রঙ করাতে গিয়ে ঠেকবে এটা নিজেও কোনদিন ভাবি নাই! কাহিনীতে আসি!

নতুন বাসা গুছগাছের জন্য প্রয়োজনীয় টুকটাক জিনিসপাতি কিনছি। সেদিন ফ্যান কিনে আনার পর শুয়ে শুয়ে হুট করে মনে হলো,
-"ফ্যানটা কালার করলে কেমন হয়?"
পাশের জন শুনে বললো, "করতে পারো, দেখিই না কেমন হয়!"

এরপর কিন্তু যেই ভাবা সেই কাজ হয় নাই। আঁকাআকি শুরু করার আগে আমার সিগনেচার স্টাইল "কাজে ঢিলামি" চলে আসলো। কয়েকদিন পর উনি যখন রঙের ডিব্বা নিয়ে হাজির তখন একটু নড়েচড়ে বসলাম। নাহ, এবার তাইলে কাজটা করতেই হবে।

তবে ফ্যান যেহেতু কিছুদিন পরপর মুছতে হবে তাই এই শিল্পকর্ম আদোও বেশিদিন টিকবে কিনা এই নিয়ে সন্দিহান। যার কারণে অ্যাক্রেলিক মার্কার দিয়ে না করে প্লাস্টিক পেইন্ট ইমালশন দিয়ে কাজ করেছি।

শুরুতে হোয়াইট কোটিং দিয়ে এরপর রঙ করা হয়েছে যাতে ফুলগুলো বেশি ব্রাইট লাগে।
IMG_20240305_204429.jpg

IMG_20240306_224905.jpg

IMG_20240307_150625.jpg

IMG_20240307_162356.jpg

এখন শুয়ে শুয়ে ফ্যানের দিকে তাকায় থাকতেই কেন জানি ভালো লাগে। স্বাভাবিকের বাইরে যখন আমরা কিছু দেখি তখন সেই জিনিস থেকে সহজে চোখ ফেরানো যায় না। হয়তো ফেরাতে ইচ্ছাও করে না। ঢাকা শহরে যেখানে জানালা দিয়ে দেখার জিনিসের বড় অভাব সেখানে এমন উদ্ভট জিনিসপাতিতে রং করলে খুব একটা মন্দ হয় না।

IMG_20240308_120701.jpg

IMG_20240308_120336.jpg

IMG_20240308_120356.jpg

IMG_20240308_131013.jpg

Sort:  

Nice artworks! Keep it up..

!PIZZA

Thanku vaiya!! I'll, insha'Allah 💙

বাহ বাহ! বেশ সুন্দর হয়েছে তো। মাঝখানেও একটা ফুলের প্রয়োজন ছিলো 😃

হ্যাঁ আমার আম্মুও দেখে বলছিল যে মাঝখানে স্পাইরাল কিছু একটা ডিজাইন দিলে দেখতে ভালো লাগতো।

PIZZA!

$PIZZA slices delivered:
@chrysanthemum(4/5) tipped @rafa-noor