কোথায় যাচ্ছে উত্তরবঙ্গের উন্নয়ন???!!!

in BDCommunity3 years ago

ছবির মতো সুন্দর, আর খেলাঘরের মতো ঘোছানো দেশ আমাদের প্রিয় বাংলাদেশ। নদ-নদী অধ্যসুইত হওয়ায় এই দেশটি নদীমাত্রিক হিসেবেই বেশি পরিচিত। বৃহত্তম নদীরঅধ্যে রয়েছে, পদ্মা, মেঘনা, যমুনা ও ব্রাহ্মপুত্র । যমুনা নদি পুরো দেশকেই মাঝামাঝি দুই ভাগে ভাগ করেছে৷ এই নদীর কারনে দেশটি উত্তরবঙ্গ এবং দক্ষিনবঙ্গ দুইভাগে বিভক্ত। ঢাকার দিকে রয়েছে উত্তর এবং রাজশাহীর সাইড টাকে বলা হয় দক্ষিন৷

খেয়াল করলে দেখা জায়, দেশের মোট বাজেট এর সিংহভাগ ই ভলে জায় উত্তরের খাতায়৷ জমুনার এপারের মানুষকে একরকম নিগ্রহ করা হয়, জা কখনোই কাম্য নয়। স্কুল৷ কলেজ এমন কি জাতি গঠনের মূক্ষ্য কারখানা৷ বিশ্ববিদ্যালয় দেয়ার ক্ষেত্রেও পক্ষপাতিত্ব করা হয়৷

20201105_155655.jpg

মাননীয় প্রধানমন্ত্রী রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় দেয়ার কথা ছিলো৷ এমন কথা থাকলেও, এখন সেটি রাজশাহী থেকে সরিয়ে নেয়া হচ্ছে৷ রাজশাহীতে কুনু প্রকার শিল্প এলাকার বাস্তবায়ন এখন পরজন্ত নেই৷

রাজশাহী মেডিকেল কলেজ কে বিশ্ববিদ্যালয় এর রুপান্তর এখনো কাজ শুরুই হয় নাই৷ রাজশাহীতে একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা ছিলো, সেই কথা এখনো ফাকা বুলিতে পরিনত হয়েছে, মানুষের জীবন জত্রার মানের উন্নয়ন একটি ফাকা বুলি ছাড়া আর কিছুই নয়৷

উত্তরবঙ্গ জেনো আধুনিক পূর্ব পাকিস্থানে রুপান্তরিত হয়েছে৷ জীবন এখানে শুধুই স্ট্রাগেল করার জন্য৷ তাই, আমি এবং পুরা রাজশাহীবাসি চায় রাজশাহীর উন্নয়ন এর জে ফাকা বুলি এতোদিন আওরানো হয়েছে, তার শুষ্ট বাস্তবায়ন। এটা আমাদের জন্য একটা সংগ্রাম।

20190829_180801.jpg

পাশাপাশি, রাজশাহী বাসির প্রানের দাবি, রাজশাহী থেকে আন্তর্জাতিক রুটে ট্রেন সারভিস চালু করা৷ জার প্রতিশ্রুতি বিভিন্ন সময়, রাজশাহীর নেতারা দিয়ে এসেছে৷ কিন্তু এর বাস্তবতা এখনো দ্যাখা জায় না৷
রাজশাহীর উন্নয়ন বাজেট জেনো৷ জোয়ারের টানে ভেষে জাচ্ছে দক্ষিনের দিকে৷