কোথাও কেও নেই

in BDCommunity3 years ago

1609316741011.jpg
Source

নাম টা অনেক পরিচিত তাই না?? এই নামটা শুনলেই সেই বাকের ভাই এর কথা মনে পরে যায়। অদ্ভুত এক চরিত্র, পরোপকারী, অন্যের জন্য নিবেদিত প্রান। বাংলাদেশের নাটক অথবা সিরিয়ালের ইতিহাসে সম্ভবত এতোটা জনপ্রিয় চরিত্র আর কেও হয়ে উঠতে পারে নাই।

হয়তো আজকের তরুন সমাজের কাছে এখনো পওছাতে পারে নাই, অথবা অনেকেই জানেন সেই বাকের ভাই এর কাহিনী। তবে ৯০ এর দশকের টিভি দ্যাখা মানুষ গুলো, জারা কিনা প্রতি সপ্তাহেই, টেলিভিশন সেটের সামনে বসে থাকতো বাকের ভাই এর অদ্ভুত কিছু ডাইলোগ দ্যাখার জন্য। যারা, বদির বোকামি কে সানন্দে গ্রহন করতো ; আমি তাদের কথা বলছি। হয়তো তাদের অনেকেই আজ নেই পৃথিবীতে, হয়তো অনেকেই আছেন৷

আচ্ছা, মোনা চরিত্র টার কথা মনে আছে আপনাদের?? সেই পুরোনো সাদাকালো সিনেমার যুগে এতোটা রোমান্টিক কি কেও হতে পারতো?? আপনার কল্পনার জায়গা পুরোটাই কি মোনা দখল করতে ব্যার্থ হয়েছিলো??!!!

1609316917368.jpg
Source

বাকের ভাই এর সাথে অসাধারণ এক রোমান্টিক ক্যামিস্ট্রির মিশ্রণ এ মাঝে মাঝেই শরীর পুলোকিত হয়ে উঠতো বদির বোকামিতে৷ ভালোবাসা জে এতো টা গভীর হতে পারে সেটা বাকের ভাইএ এর চরিত্র না দেখলে বুঝি বোঝার উপায় ছিলো না৷

মানুষের জন্য বাকের ভাই এর ভালোবাসা, মোনার জন্য বাকের ভাই এর ভালোবাসা সবকিছুই বাকের ভাই কে মানুষের রিদয় মন্দিরে নিয়ে দার করিয়েছে।

সএই জন্যই বুঝি, এই চরিত্রের মাঝে মানুষ তাদের আদর্শ খুজে পায়।
আচ্ছা মনে আছে আপনাদের?? বাকের ভাই এর ফাসি ঠেকানোর জন্য, মিসিল মিটিং এর কথা??!! একটা কাল্পনিক চরিত্রের প্রেমে পরে এই বাংগালী আন্দলোনে নেমেছিলো। অদ্ভুত প্রেম।