সহানুভূতির গল্প

in BDCommunity4 years ago

অনেকেই রয়েছে যারা অন্যের দোষ খুঁজে বের করতে অনেক আনন্দ পায়। নিজের ভুল গুলোতেউ অন্যের দোষ খুঁজতে শুরু কর। বলতে গেলে নিজের যত দুর্বলতা আছে সেটা অন্যের উপর চাপিয়ে দিতে অনেক পছন্দ করে। কিন্তু আপনি যখন অন্যের দোষে খুঁজতে ব্যস্ত থাকবেন তখন আপনি নিজের মধ্যে অশান্তি জমা করতে থাকবেন। কিন্তু যখনই আপনি নিজের ভুলগুলো বুঝতে পারবেন। নিজের দোষ গুলোকে সমাধান করার চেষ্টা করবেন, তখন আপনি একজন প্রকৃত সুখী মানুষ হবেন। আমরা সাধারন মানুষ আমাদের ভুল হবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই ভুল থেকে আমরা আরেকটা ভুল করব এটা অস্বাভাবিক। আপনি একজনকে একবার ভুলের জন্য মাফ করবেন ।

কিন্তু বারবার ভুলের জন্য কখনোই ক্ষমা করতে চাইবেন না। সেটা আপনার নিজের ক্ষেত্রেও। আপনি নিজে ভুল করলেও সেটা সবার চোখে একবারের জন্য এড়িয়ে যেতে পারে, কিন্তু বারবার নয়। আমার সব কিছুতেই বুঝতে একটু সময় লাগে। সময় লাগলেও আমি শেষে সঠিকটাই বুঝতে পারি। সেটা মানুষের সহানুভূতি হোক অথবা বাস্তবতা। নিজের জীবনকে নিয়ে বুঝতে একটু বেশি সময় লেগেছিল। কিন্তু ধীরে হলেও আমি বুঝতে পেরেছিলাম বুদবুদের ভেতর বেঁচে থাকার কোনও অর্থ নেই। আমি সবসময় চেষ্টা করি আমার আশেপাশের মানুষ গুলোকে ভাল রাখার। আমি এটাও বিশ্বাস করি আমি যতক্ষণ না পর্যন্ত নিজের পরিবারের মানুষ গুলোকে ভাল রাখতে পারছি, ততক্ষণ আমার জীবনের সার্থকতা বলতে কোন শব্দ নেই।

আপনি যখন সুন্দর একটি পরিবার তৈরি করতে পারবেন, এর মানে আপনি একটি সুন্দর সমাজ তৈরি করার সময় ব্যয় করছেন। আর আমাদের একটি সুন্দর সমাজ মানে আমাদের সুন্দর একটি দেশ। আমরা যদি নিজের দেশের বৃহৎ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত করতে না পারি, তাহলে মানবতার জন্য খুবই কম আশা করা যায় । এটা মানে বোঝা যায় বড় আকারে সামাজিক অস্থিরতা গ্রাস করতে চলছে। অনেকেই রয়েছেন যারা কোন ব্যক্তি কে উদ্দেশ্য করে বলেন যে তারা নাকি সমাজে চলার মতো মানুষ নয়। একজন মানুষকে সমাজ থেকে বিচ্ছেদ করার জন্য মানুষ নানা ধরনের পন্থা অবলম্বন করে। আমরা এমন এক মানব গোষ্ঠী আমাদের মধ্যে সহানুভূতির কথা তো বলা হয় কিন্তু সেটা প্রকাশ করতে আমরা কেউ জানিনা।

কিছুদিন আগে আমার এক বন্ধুর মা মারা গিয়েছিল। আপনি হয়তো এটা বুঝতে পারবেন একজন মানুষের মা থাকা মানে তার পৃথিবীতে আলো থাকা। যারা হারিয়েছে তারা হয়তো আমার এই কথার সাথে একমত হবেন। কারণ মানুষের যেটা থাকে সেটার মূল্য দিতে চায় না। কিন্তু যখন হারিয়ে ফেলে তখন হায় হায় করে। আমি যখন আমার সেই বন্ধুর সাথে দেখা করি তখন আমি তাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। সে যাতে এই সময়টা ধৈর্য ধরে কাটিয়ে জীবনে সামনের দিকে এগিয়ে যায়। কারণ মৃত্যু একটা চরম সত্য। যে প্রাণী জন্মগ্রহণ করেছে তার মৃত্যু অনিবার্য। আমি যতটা সম্ভব তার প্রতি আমার সহানুভূতি প্রকাশ করেছিলাম। আমি তাকে বলেছিলাম মায়ের জন্য দোয়া করতে অন্তত সেটাতে সে নিজেও শান্তি পাবে। এটা আমার কাছে সহানুভূতির ছোট একটি উদাহরণ।

এক বন্ধু যখন ভীষণভাবে ডিপ্রেশনে হতাশাগ্রস্ত ভাবে জর্জরিত ছিল, তখন আমি তাকে চেষ্টা করেছিলাম একটু সময় দিতে। কারণ মেয়েরা একটা বয়সের পর খুব বেশি ডিপ্রেশনে সময় কাটায়। এর মধ্যে কিছু লুকানো চিন্তাভাবনা থাকে। অনেকে সেটা প্রকাশ করতে পারে আবার অনেকেই পারে না। যাদের এই সময়টায় ভালো বন্ধু থাকে, পরিবারের মানুষগুলো অনেক বেশি কাছের থাকে তাদের জন্য এই সময়টা কাটিয়ে ওঠা খুব সহজ। কিন্তু যারা একটু চুপচাপ থাকে তাদের জন্য এই সময়টা কাটিয়ে ওঠা বেশ কঠিন। কিন্তু অনেকেই সাধারণ সহানুভূতিটা প্রকাশ করতে পারে না। অনেকেই ডিপ্রেশন নিয়ে হাসাহাসি করে । আবার অনেকেই কারো মৃত্যুর পর তার খারাপ দিকগুলো খুঁজে খুঁজে বের করে।

আমি জানি সহানুভূতি নিয়ে কথা বলার জন্য আমি হয়তো সঠিক মানুষ নই। কিন্তু আমাদের সহানুভূতিতে কারো সুন্দর জীবন তৈরি হতে পারে। কেউ একটি ভুল সিদ্ধান্ত গ্রহণের আগে একটু ভাবতে সময় নিতে পারে।

received_1055751991932444.jpeg

Sort:  

"আপনি ভালোতো জগৎ ভালো"। কিন্তু আমরা নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করার চেষ্টা করি,তাই জগতের আর ভালো হয়ে উঠা হয় না।

অন্যের দুঃখ, কষ্টকে অনুভব করাই মানুষের ধর্ম হওয়া উচিত।কারো কষ্ট দেখে যদি ভাবা যায়,এই দুঃখ যদি আমার থাকতো তাহলে কেমন লাগতো,তাহলেই সেই দুঃখী মানুষটির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সম্ভব।

আপনি ভালোতো জগৎ ভালো

এই কথাটা সব ক্ষেত্রে হয়তো মানানসই নয়।

You post has been manually curated by BDVoter Team! To know more about us join our Discord.


Delegate HIVE POWER to us & earn HIVE daily.

FOLLOW OUR HIVE AUTO CURATION TRAIL

অনেকে বললে ভুল হবে বোধহয়, বলেন যে খুব অল্পসংখ্যক মানুষই আছে যারা অন্যের ভুল খুঁজে আনন্দ পায়না। তবে তারা সমালোচনা করতে যায়না বলেই আমাদের চোখের আড়ালে থেকে যায়। আর নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মানসিকতা যারা রাখে, তাদের ছায়া আপনার চোখে পড়লেও আপনার বিপদ সুনিশ্চিত।

"বুঝেশুনে যেটা করা হয় সেটা ভুল নয় সেটা অপরাধ।"

জেনে বুঝে ভুল করার সংখ্যা বাড়ছে।

আসলে এই ব্যাপারটা খুবই কষ্টের, কেউ যখন জেনে বুঝে দূর্বল জায়গায় আঘাত করে :(

জি আপু, তাই হয়তো দূর্বল জায়গা গুলো লুকিয়ে রাখতে হয়।