"আপনি ভালোতো জগৎ ভালো"। কিন্তু আমরা নিজে ভালো না হয়ে অন্যকে ভালো করার চেষ্টা করি,তাই জগতের আর ভালো হয়ে উঠা হয় না।
অন্যের দুঃখ, কষ্টকে অনুভব করাই মানুষের ধর্ম হওয়া উচিত।কারো কষ্ট দেখে যদি ভাবা যায়,এই দুঃখ যদি আমার থাকতো তাহলে কেমন লাগতো,তাহলেই সেই দুঃখী মানুষটির দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সম্ভব।
এই কথাটা সব ক্ষেত্রে হয়তো মানানসই নয়।