You are viewing a single comment's thread from:

RE: The Weekly Turni-Issue 51

in BDCommunity3 years ago (edited)

@sarashew Yes, bitter truth, The quality of your poetry is so good, In this age of super technology, it is difficult to hold the reader in literature. People in Bangladesh are still leaning towards books! Because there are still many writers whose people are still inclined towards poetry because of their simplicity of writing.

Poetry can be that incomprehensible too, Many poems are loved by readers just because of their obscurity.

নিরিহ শখে কোন দোষ নাই, তবে মানুষ মাত্রই যে গনহারে উদ্ভট আর আমূলক শখের চর্চা করতে ব্রতি হবে এটা ভাবা অমূলক।

মানুষ সত্যি অনেক বৈচিত্র্যময়। যার কারনেই হয়তো ক্ষণে ক্ষণে নিজের চরিত্র পাল্টে ফেলে এবং সাথে সাথে পুরনো সখ গুলোকে মুছে নতুন শখের খোঁজ করে। যার কারনেই হয়তো শখের তোলা আসলে কত এই প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া কঠিন।

Sort:  
 3 years ago  

Thank you for your kind words. And you are right, in the age of technology, it is hard to find people who are interested in literature. Who knows what will happen with the future generation.

 3 years ago (edited) 

@shahinaubl জীবনের এই বৈচিত্রময়তা অনেক সময় সুন্দর আবার অনেক সময় বেদনাদায়ক। ভোল পালটানোর এই রঙ মিছিলের দুনিয়াই আমরা যেন ছুটে চলেছি আবিরত।

নতুন শখের তোড়ে পুরনো আনন্দরা যেন হারিয়ে না যায়, সেদিকে একটু খেয়াল দেয়া দরকার। কি বলেন?

শুভেচ্ছা নেবেন।