শুভকামনা রইলো আপনার বাচ্চার জন্য।❤️
আপনি যে কথাগুলো বলেছেন এগুলো এমব্রায়োলজির কথা,এগুলো পড়লে, তারপর মানবদেহের ভিতরে প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গ এবং তার ম্যাকানিজম যে কত বৈচিত্র্য,এসব পড়লে সত্যিই অবাক হতে হয়,আর যে সৃষ্টিকর্তা মানুষকে সৃষ্টি করেছেন তার প্রতি আনমনে মাথা নত হয়ে আসে।
একদম। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেও শেষ করা যাবে না৷