ASHAA Othoba NIRASHAA: একটি জীবন্ত স্বপ্ন

in BDCommunity4 years ago (edited)

ছয় বছর আগে পরিচয়। মিষ্টি চেহারা এক দেখাতেই ভালো লাগা। সেই থেকে ভালোবাসা।

মিষ্টি মধুর হাসি বুকের মধ্যে ছন্দ তুলে। ঠিক গালের মধ্যে ছোট্ট একটা টোল। কাজল কাল কেশ পেছন থেকে দেখলে সব কিছুই ঘন কালো কেশ দিয়ে ঢাকা। চুলের মধ্যে অন্য রকম সৌন্দর্য রয়েছে।

2014-03-05 15.30.51.jpg

ঠোঁটের ফাঁকে ফাঁকে ধীর গতিতে বার হওয়া এক একটা শব্দ হৃদয়ের গভীরে ছোঁয়া দেয়। আর যখন বলে ভালো বাসি তোমাকে প্রিয় তখন পৃথিবীর সকল জঞ্জাল ভূলে গিয়ে শুধু তার মধ্যেই হাঁড়িয়ে যাই।

20200701_160249.jpg

কত প্রেম কত ভালোবাসা সব যেন একজনের জন্যই। রূপের নেই কোন অহংকার আর এটাই হয়তো সবার থেকে বেশি ভালোবাসতে বাধ্য করেছে।

ছয়টি বছর পার করেছি সপ্তম বছরে পা দিয়েছি। অনেক আশা দিয়েছি। অনেক আশা ভেংঙ্গেছি। অভিমান করেছে বহুবার ফিরে তাকিয়েছে বার বার।

ছয়টি বছরে ছয় হাজারের ও বেশি আশা দিয়েছি ভেঙ্গেছিও অনেক। পূরন যে করি নিই তা কিন্তু নয়। তবে তা খুবই অপ্রতুল্য ও যতসামান্য। কিন্তু এটা তো ভালোবাসা। ভালোবাসার কাছে কতোই আশা পরাজিত।

সবার মতোই আশা ছিল ভালোবাসার প্রথম অধ্যায়ের শেষ পরিনতি বিয়ে করে দ্বিতীয় অধ্যায়ের সূচনা করবো। সুন্দর একটি সাল অংকের হিসেবে খুব সহজ দুই শূন্য দুই শূন্য (২০২০)।

তবে ঐ যে মধ্যবিত্তদের একটিই বাঁধা। ভালোবাসার অভাব নেই। আশার ও অভাব নেই। চাহিদারও অভাব নেই। তবে শুরু থেকেই দুজনের চাহিদা নেই বললেই চলে। শুধু অভাব রয়েছে অর্থের। মধ্যবিত্ত পরিবার গুলোর মধ্যে অর্থনৈতিক সমস্যা যেন সময়ে অসময়ে হিমালয়ের রূপ ধারণ করে। কষ্টে মষ্টে নিজেকে ছন্দের মধ্যে নিয়ে আসলেও। বৈশ্বিক মহামারি কোভিডের হানা যেন সব আশা ভেঙ্গে চুরমার করে দেয়। আশার আলো কাল বৈশাখী ঝড়ের সাথে কালো মেঘে যেন ঢেকে যায় । সব কিছুই যেন থমকে দাঁড়ালো। দুশ্চিন্তার ছায়া গ্রাস করে ফেলেছে। যত সামান্য ইনকাম করতাম তাও আর নেই। এখন পরিবার চালানোর টেনশন মা আর আপুর ওষুধ প্রতিদিনের খড়চ হিমসিম খেতে হচ্ছে। তার উপর বিয়ে? ভাবা যায়? এক অনিশ্চিত ভবিষ্যতে সামনে। সব আশা স্বপ্ন যেন দুঃস্বপ্নে রূপ নিল নিমেষেই। রাতের গভীরতা যেন কুরে কুরে খাচ্ছে। এখন আর সান্তনার বানীও সহ্য হয় না। ফোনের বিপরীত হতে আশা সান্তনার শব্দ গুলো কুইনিনের মত তিক্ত হয়ে আসছে।

Sort:  

1 !BEER Token for you

Sorry, you don't have enough staked BEER in your account. You need 24 BEER in your virtual fridge to give some of your BEER to others. To view or trade BEER go to hive-engine.com

শুভকামনা আপনাদের দুইজনের জন্যই। সবকিছু কাটিয়ে একসাথে সারাজীবন সুন্দর করে বেঁচে থাকুন।

ধন্যবাদ ভাই।
লকডাউনের প্রথম মাসেই ৪০ হাজার টাকা লস হইছে। তারপর থেকে চার মাসের যা ক্ষতি হইছে বলার বাইরে। এই তো দোকানে ক্ষতি কেটে উটা খুব কঠিন। এই বছরটা পুরোটাই খরাপ যাবে।

জানিনা কতদূর কি করতে পারবো। তবে মহান আল্লাহর উপর পূর্ণ আস্তা ও বিশ্বাস আছে।

মধ্যবিত্তের কাছে ভালোবাসা শুধুই মরিচীকা ।

😢😢😢

Hi @steemitwork, your post has been upvoted by @bdcommunity courtesy of @zayedsakib!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON

Hope is the only thing that keeping us alive. Sometimes bad things come and destroy all our hopes. Still, we have to belive in faith and then start again from where we left, this is life! Nice article, best of luck for the contest.

I am a very optimistic person. Hope keeps us alive. But this time COVID-19 ordeal has broken me. I don't know how long it will stay. I can't explain how much I lost.

After that, I have full faith and trust in Almighty of Allah.

Thank you for your nice comments Bhai.

That's good, man! Just keep trying and believe in yourself, everything will be fine soon.

I have failed many times in my professional life. But I wasn't disappointed.

Vhai, You just keep me in your prayer.

এমন পরিস্থিতির স্বীকার আমিও। তবে আমার ভালোবাসা টা যতোটুকু না দূরেছিলো, ভাইরাসের এই হানাতে তা দুইগুন দূরে সরে গেছে। তবে, হোপ ফর দা বেস্ট ব্রো।

ভালোবাসা কখনো দূরে চলে যায় না। ভালোবাসার মানুষ গুলো কখনো স্বার্থের কারণে দূরে চলে যায় আবার কখনো পরিস্থিতির সম্মুখীন হয়ে দূরে যেতে বাধ্য হয়।

তবে আপনার ও আপনার ভালোবাসার মানুষ ও আপনাদের ভালোবাসার জন্য দোয়া রইলো।

R apnaro....😍

ধন্যবাদ ভাই