আসলে আমাদের নতুন প্রজন্ভের ও এখানে কিছু করার আছে। আমরা দিনকে দিন আই হেট পলিটিক্স প্রজন্ম গড়ে উটছি। যেটা আমাদের রাজনীতির জন্য শুভকর নয়। রাজনীতির হাওয়া পরিবর্তন করতে হলে মেধাবী নতুন প্রজন্মকে এ গিয়ে আসতে হবে। রাজনীতি না করলেও রাজনীতি সচেতন হতে হবে।
তাছাড়া আমরা সবাই সুযোগের অভাবে ভালো মানুষ। খুব কম মানেষেই আছে যারা সৎ।
এই দেখেন না কিছুদিন আগেই ধানের ক্ষেতে আগুন ধরায় দিল দাম না পায়ে। আবার কিছুদিন আগে করোনার এই পরিস্থিতিতে দুর দূরান্ত থেকে ধান কাটতে গিয়েও সঠিক মজুরি পায় নিই। আসলে আমাদের ভবিষ্যত সামনে অন্ধকার দেখা যাচ্ছে।
হুম ভাই। গুরুত্বপূর্ণ এবং ভাবার্থ মতামত। ধন্যবাদ অাপনাকে।
আপনাকেও ধন্যবাদ সুন্দর পোস্ট কথার জন্য।