In pursuit of livelihood | জীবিকা নির্বাহ

in BDCommunity4 years ago

কেউ খায় খেটে, কেউ খায় চেটে কিংবা কেউ লাত্তি মেরে পেটে। কেউ খায় বাঁশতলায় কেউ খায় পঁাচতলায়। এই যদি হয় অাজকাল এর অবস্থা, কোন পথে যাবেন অাপনি? নিশ্চয় খেটে খেতে মন চায়না, রাইট?
তাহলে জীবিকা নির্বাহের সম্মুখসারির সত্যিকারের যোদ্ধা কারা? প্রশ্ন টা রেখে গেলাম?

অাসলে বাংলাদেশে সবকিছুর পরিবর্তনের হাওয়া লেগেছে বটে, কিন্তু এই নিম্নমধ্যবৃত্ত বা কৃষকের মাঝে সেই হাওয়ার কোনো বাতাস লক্ষ করা যায়না। টিভির পর্দায় কিংবা খবরের কাগজে, মাঝে মাঝেই দেখা যায় প্রান্তিক জনগোষ্টি, কৃষক ভাই, নিম্নমধ্যবৃত্ত মানুষের পাশে অাছে সরকার। কিন্তু কোন পাশে? ডানে নাকি বামে, সামনে নাকি পিছনে? কিছুই বুঝা যায়না। যাই হোক, অামার দৃষ্টিকোন থেকে বলতেই পারবো, বাংলাদেশে যতোদিন না রাজনীতিতে সঠিক এবং মাটির মানুষ না অাসবে, ততোদিন এই হাওয়া শুধু অাকাশেই বইবে, নিচে অাসবে না। রাজনীতিই এদেশ কে সামনে যেমন নিয়ে যাচ্ছে ঠিক পিছনেও ঠেলে দিচ্ছে।

মাঝে মাঝে মনে হয়, গরীবদের এদেশে বেঁচে থাকার কোনো অধিকার নাই। এদেশ এখন বড়লোকদের জন্য। যেখানে চাচা, মামা, খালু ব্যাতিত কোনো কিছু সম্ভব হয়ে উঠেনা, সেদেশে অাসলে জীবিকা নির্বাহের পদ টা কতটা কঠিন হতে পারে, জানারি কথা। যাই হোক, মেইন বিষয়ে অাসি, এইযে কৃষক মানুষগুলো। তারা কতটা অবহেলার স্বীকার, জানেন? সারাবেলা রোদে পুড়ে এসে গোসল না করেই খোলা অাকাশের নিচে, গাছতলায় বসে খেতে হচ্ছে। অপরদিকে চৌধূরী সাহেব রা এসির হাওয়া ছেড়ে দিয়ে টেলিভিশনে কোমড় নাড়া দেখতিছে অার খাচ্ছে। ব্যবধান টা কতোদূর? দূজনই কিন্তু জীবিকা নির্বাহ করতিছে!

যাই হোক, কৃষকের রোজগার এর সময় বছরে ২ বার। একটা অামন ধানের মৌসূম, অারেকটা ইড়ি ধানের মৌসুম। বছরের এই দুই সময়েই কৃষকরা অর্থ উপার্জন করে থাকে বেশি। বাকি সময়গুলো এই টাকা দিয়েই চলে। তাদের জীবন এবং লাইফস্টাইল এর দিকে তাকাইলে বড় কষ্ট পেতে হয়। খুব খারাপ লেগে যায়। কেননা, জীবনের সাথে সংগ্রাম করে তাদের বেঁচে থাকতে হয়। এইযে খাবারগুলো তারা খাচ্ছে, তা নিম্নমানের খাবার সেটা বলা বাহুল্য।

IMG_20200621_083222-01.jpeg

চলছে ধান কাটার মৌসূম। কৃষকরা অনেক ব্যাস্ততার সাথে জীবন পার করতেছে। একজন কৃষকের ধান কেটে দিয়ে দৈনিক ৩০০-৪০০ টাকা কামাই। অথচ, তাদের যে খাটাখাটনি তা অামাদের মতো লোকদের পক্ষে সম্ভব নয়। এরা প্রন্তিক এলাকার মানুষজন, এরা অনেক দূর-দূরান্তর থেকে অাসছে মানুষের ধান কেটে দিতে। অাবার এই লোকগুলো রাত্রিযাপনের জন্য শুয়ে থাকতে হয়, স্কুল বারান্দায় কিংবা কোনো ছাউনির নিচে কিংবা ঘরের বেলকুনিতে। দৈনিক ৩০০-৪০০ টাকা কামাই করে তাদের ছেলেমেয়ের পড়াশুনা, অসুস্থ বাবা মায়ের দেখাশুনা এবং পরিবারের খাবারের খরচাপাতি করতে হয়। বলা যায়, এই লোকগুলো একেকজন একেকটা পরিবারের কর্ণধার। তাদের চাহিদা অামাদের মতো এতো বড় নয়। লক্ষ লক্ষ টাকা করতে হবে, বিলাসিতা ভাবে জীবন কাটাতে হবে, এরকম মানুষ তারা নয়। জীবন যুদ্ধের এবং জীবিকা নির্বাহের সঠিক এবং হালাল টাকা কামাইয়ের মানুষ অামার কাছে এরাই।

IMG_20200621_082849-01.jpeg

IMG_20200621_082920.jpg

অামরা জানি, বাংলাদেশ কৃষি প্রধান এবং কৃষি নির্ভর দেশ। এদেশের মানুষ কৃষির সাথে অতপ্রতভাবে জড়িত। সেইসাথে এদেশের ৮০% মানুষ গ্রামিন জনগোষ্ঠি। কমবেশি সবারই এরকম দৃশ্য অার খেটে খাওয়া মানুষের সাথে সাক্ষাত হয়েছে। সুতরাং, অামরা বড়লোক এবং টাকা ওয়ালা বিধায় তাদের কে হৃয় মনস্থ চোখে দেখবো, এটা একজন প্রকৃত মানুষের দৃষ্ঠিকোণ থেকে শোভা পায় না।

এই লোকগুলোর কারণেই বাংলাদেশ যেমন বেঁচে থাকে, তেমনি সবাই তিনবেলা খেতে পারি। নয়তো লক্ষ টাকা থেকেও নিজেকেই ফসল রোপন করে তা নিজেকেই খেটে ফসল ঘরে অানতে হতো। যাই হোক, অামরা তাদের শ্রদ্ধা করি। সর্বদায় শ্রদ্ধা করে যাবো। তাদের কে অবহেলার চোখে দেখবো না। এই হোক অঙ্গিকার। ধন্যবাদ।

Sort:  

Congratulations @yeakub50! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You received more than 100 upvotes. Your next target is to reach 200 upvotes.

You can view your badges on your board And compare to others on the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Do not miss the last post from @hivebuzz:

The Hive community is in mourning. Farewell @lizziesworld!
Support the HiveBuzz project. Vote for our proposal!

প্রান্তিক অঞ্চলের প্রতিটা মানুষের পরিশ্রমের জের ধরেই বাংলাদেশটা টিকে আছে। অথচ প্রশাসনের তরফ থেকে এদের উন্নতির জন্য তেমন চেষ্টা করতে দেখা যায় না কখনো...

হ্যা ভাই, বিষয়গুলো খুব ভাবায়।

Hi @yeakub50, your post has been upvoted by @bdcommunity courtesy of @rem-steem!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON

Nice, brother. You did a pretty good job. Keep writing...

Thank you very much brother to submit valuable feedback.

আসলে আমাদের নতুন প্রজন্ভের ও এখানে কিছু করার আছে। আমরা দিনকে দিন আই হেট পলিটিক্স প্রজন্ম গড়ে উটছি। যেটা আমাদের রাজনীতির জন্য শুভকর নয়। রাজনীতির হাওয়া পরিবর্তন করতে হলে মেধাবী নতুন প্রজন্মকে এ গিয়ে আসতে হবে। রাজনীতি না করলেও রাজনীতি সচেতন হতে হবে।

তাছাড়া আমরা সবাই সুযোগের অভাবে ভালো মানুষ। খুব কম মানেষেই আছে যারা সৎ।

এই দেখেন না কিছুদিন আগেই ধানের ক্ষেতে আগুন ধরায় দিল দাম না পায়ে। আবার কিছুদিন আগে করোনার এই পরিস্থিতিতে দুর দূরান্ত থেকে ধান কাটতে গিয়েও সঠিক মজুরি পায় নিই। আসলে আমাদের ভবিষ্যত সামনে অন্ধকার দেখা যাচ্ছে।

হুম ভাই। গুরুত্বপূর্ণ এবং ভাবার্থ মতামত। ধন্যবাদ অাপনাকে।

আপনাকেও ধন্যবাদ সুন্দর পোস্ট কথার জন্য।

Wise words and absolute truth indeed.
Kintu nimnomoddobittora aro niche namche ar dhoni ra aro dhoni hocche, bepar ta hoye geche ei rokom.
Nice choice of topic. Keep it going!!