ধন্যবাদ ভাই। আরও অনেক স্মৃতি মনে পরে যায়। নিশ্চয়ই ঝড়ের দিনে আম কুড়িয়েছেন। পুকুরে হাতরে মাছ ধরেছেন। বৃষ্টির দিনে পিছলা উঠানে আছাড় খেয়েছেন। হাটে গিয়ে মন্ডা মিঠাই খেয়েছেন। এইসব স্মৃতি তো অমলিন। এখনকার শিশুদের জন্য আফসোস হয়, তারা এসব সুন্দর সুন্দর মুহুর্ত গুলো শৈশবে পাচ্ছে না।
You are viewing a single comment's thread from:
আহা ভাই। এগুলোর সাথে, গুলতি নিয়ে বক মারা, "টানা" খাওয়া আর বই পড়াই ছিল জীবন। আর শুক্রবার রাতে আলিফ লায়লাবা এক্স ফাইলস। এখন আর এসব কিছুরই অস্তিত্ব নেই। জীবন এখন ভার্চুয়াল। খুব ভালো লিখেছেন ভাই।
সময়ের সাথে সাথে কত কিছু বদলে যায়। এখন আলিফ লায়লা ইউটিউবে দেখতে গেলে হাসি আসে। অথচ তখন সারা সপ্তাহ অপেক্ষা করতাম একটি অনুষ্ঠানের জন্য। সেই তিন গোয়েন্দা, মাসুদ রানা সিরিজ, কুয়াশা সিরিজ এসব মনে হয় এখনকার তরুণরা পড়ে না। এখন তারা ইউটিউব ফেসবুক নিয়ে পড়ে থাকে। আপনার প্রশংসার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
রহস্য পত্রিকা, কিশোর আলো, রকিব হাসান, অনিশ দাস অপু এরা ছিল আমাদের জেনারেশন এর প্যাসিভ মেনটর। এখন আর কিছুই বাকি নেই।
সেই সাথে জাফর ইকবালের কিশোর উপন্যাস, ফেলুদা সিরিজ, আর চাঁচা চৌধূরী কার্টুন