আমার ভেতরকার শয়তান মামা

in BDCommunity2 years ago (edited)

আমার মধ্যে কোন শয়তান নাই, নাই কোন দুষ্টামি। আমি নিপাট ভালো মনের মানুষ। খালি এই সময়ে অসময়ে একটু ভুল হয়ে যায়। মানুষের নাম মনে রাখতে না পারা আমার জন্যে দুনিয়াবি নিয়ম কানুন মাথায় রাখতে পারা বেশ কষ্টসাধ্য। রাস্তায় দুচাকায় ঘুরতে ঘুরতে মাঝে মধ্যে বামে থেকে ডানে চলে যাই। একটু আধটু মদ্যপান করি নতুন বছরের চাকা ঘুরে গেলে। ব্রেকিং ব্যাড এ যেই ক্রিস্টাল আইস নিয়ে এত ক্যারিকেচার, এক কালে তার দেশিয় লাল রেন্ডিশন কয়েক শীত খেয়ে দেখেছি। কারনে অকারনে বাসের হেল্পার, রিকশাওয়ালাদের তো প্রায়ই থাবড়া দিয়ে বেড়াই। এক কালে আমার থেকে কয়েক বছরের বড় এক ছোকড়াকে ভরপেট পানি খাওয়ায়ে মাইল দুয়েক দৌড়ানি দিয়েছি। বন্ধুর প্রেমিকা তাকে ছ্যাকা দিয়ে ওই ছেলের হাত ধরেছিল। গোপন সুত্রে খবর পেয়ে জায়গা বুঝে আজীবনের জন্যে তার মগজে ট্রমা তৈয়ার করে দিয়েছি। এসব এর সাথে আরো অনেক কিছু করেছি, কিন্তু মানুষ আমি ভাল, "আমার ভেতরে কোন দাগ নাই"।

দুপেয়ে মানবের ভেতরকার সমীকরন দুই যোগ দুই চার এর মত এত সোজা কখনো হয় না। সামগ্রিক ভাবে সমাজ আর আমরা মিলে নিয়ম তৈরি করি। মজার ব্যাপার, আইন থাকলেই শুধু তার লংঘন করা যায়। আইন নাই তো শাস্তি নাই।

আরেকটু জটিল একটা ধারনা দেই। আমর ভাই তার লিখায় এ নিয়ে কিছু বলেছেন, আমি আমার মত করে বলি। স্বাধীন ইচ্ছাশক্তির জন্যেই আমরা মানুষ, আর তার থেকে জন্ম বিবেকের। ঈশ্বর আমরা যা করি, করেছি, বা করবো, তার সবই জানেন। তার হুকুমে বা অনাজ্ঞায় একটা পাতাও নড়ে না। আমরা যা করি, তাও তার ইচ্ছায় হয়, যা করি না, তা তার ইচ্ছা না থাকায় হয় না, পাপ পুন্য সহ। তাহলে আমাদের মনের ভেতরকার সুপ্ত দুষ্ট ব্যাক্তিটা কে?

ধরে নেই ঈশ্বর নাই। আদম থেকে শুরু করে এখন পর্যন্ত খসরা হিসেবে একশত সতের বিলিয়ন মানব সন্তান দুনিয়ায় এসে মরে গেছেন। আমাদের সহ এনাদের সবাই মিলে যা কিছু করে গেছেন তার ফলাফল এই আধুনিক সমাজ। হাজার বছরের এই সমাজ থেকেই নৈতিকতা, বিবেক, মুল্যবোধ সব কিছুর তৈরি। মানুষ্য দর্শন থেকেই এসবের সৃষ্টি। বেড়ে ওঠার সময় এই দর্শনের যতটুকু যার দৃষ্টিগোচর হয় তার কগনিটিভ ডেভেলপমেন্ট ততটুকু। মানে হচ্ছে, আপনার মুল্যবোধ, নৈতিকতার সাথে আমারটা, আমাদের সিনেফাইল আমর ভায়েরটা, অথবা আজিরকন দাদারটা কখনোই মিলবে না। আর এর পুরোটাই এই সমাজের থেকে ধারে নেয়া। বাবা মা শিখিয়েছেন, যেখানে সেখানে থুতু ফেলবে না, আমরা ফেলি না। বাবা মাকে শিখিয়েছেন তার বাবা মা। সমাজ এভাবেই শেখায়। একই প্রশ্ন আবার জাগে। সবই যদি শিক্ষা পেয়ে থাকি, তাহলে শয়তানটা আসলে কে?

সাদা মনের ব্যাক্তি হয় না, আমরা সবাই ধুসর। দাড়ি পাল্লায় মাপলে কেউ না হন ফেরেস্তা, না দুষ্ট।

img_0.7493376801842945.jpg

Sort:  
 2 years ago  

Well that went deep too fast. :3

How deep?

 2 years ago  

Too deep for my miserably stuck in office head. :3

i shouldve mentioned this to be NSFW:v

 2 years ago  

Yes Yes.. You should have.. You evil father! :3

I am as innocent as amor bhai. He is as innocent as a baby angels arse:v

 2 years ago  

Soo.. No one is innocent :v

ভাইরে, আমরা ধূসর নই, আমরা কালো। black is the mixture of all the color, red, blue, green, yellow and the absence of those color is what becomes white... none inherently good and none inherently bad and none irredeemable (maybe some)

আমি বলবো ধূসর,সাদা আর কালোর মিশ্রন। অন্ধ আর বর্নান্ধদের জন্যে রঙের অপশন কম:3

my mind just blown

আপনি আপু চিংড়ী। দশ বিশ গুন বেশি শেডের রঙ দেখতে পান:3

এমনে চিংড়ি ডাকলি!!! প্রত্যেকটা রঙ দেখি আর নিজে নিজেকে বকি যে কেন দেখলাম

দেখার জন্যেই চোখ। কিন্তু চোখ দিয়ে সব দেখা যায় না তো। দেখবেন, ভুলে যাবেন। দোষ দিলে তো লাভ নাই যে।

okay I'll let it go ☹️

 2 years ago  

You are the result of inbreed... (of colors I mean XD)

dont do her dirty like this!!

remind me to put you as 50% beneficiary on my will instead of egg

 2 years ago  

Too late.. all is mine :v

Okay! Reminding you now!:3

well here you go... my bro gets 50% and egg gets a big ostrich egg

untitled.gif

ostrich eggs are pricy! Give that to @drivingindevon! Give deem only egg shells:3

 2 years ago (edited) 

No point of doing this Medusa :v

 2 years ago  

It's in my right to do her dirty :v

Dont brag too much, shell take it all in a second:3

 2 years ago  

She adores me tooo much for that :v

That she does. But someday i hope she gets angry enough and throws you over the wall!

এক কালে আমার থেকে কয়েক বছরের বড় এক ছোকড়াকে ভরপেট পানি খাওয়ায়ে মাইল দুয়েক দৌড়ানি দিয়েছি। বন্ধুর প্রেমিকা তাকে ছ্যাকা দিয়ে ওই ছেলের হাত ধরেছিল.

একবার আমরাও এই কাজ করেছিলাম ভাই। মাইরের উপর আবার কানে ধরাইছিলাম 😁। তারপর বিচার শালিশ আরো কতো কিছু হয়ে গেলো 😄।পুরান কথা মনে পরে গেলো 🙃.

আমরা অবশ্য গায়ে হাত তুলি নাই। এসবই করসি খালি

কলেজে পড়তাম তো, রক্ত গরম 😄। পরে অবশ্য আবার সব ঠিক হয়ে গেছিলো 🙂

ক্ষমতা কি জানো? সব কিছু করার সুযোগ থাকতেও না করা। নিজের উপরে নিজের নিয়ন্ত্রন।:)

হা ভাই। তখন আসলে বিবেকের থেকে বেশি আবেগ দিয়ে কাজ করতাম। কোনটা সঠিক আর কোনটা ভুল সেই বুজটা অনেক কম ছিলো। আসলে জীবনে সকল ভুলই একেকটি শিক্ষা :-)

রাস্তায় দুচাকায় ঘুরতে ঘুরতে মাঝে মধ্যে বামে থেকে ডানে চলে যাই।

আরে ভাই, আরে ভাই এসব করতে যাইয়েন না। শৈশবে রাস্তার পাশ নিয়ে তেমন ধারণা ছিল না আমার। একবার রাস্তার ডান পাশ দিয়ে সাইকেল চালাইতেছিলাম। হঠাৎ এক মোড়ে আমার সম্মুখ দিক থেকে একটি গাড়ি এসে পড়ে, আর নিজেকে বাচানোর জন্য আর অন্য কোনো উপায় না পেয়ে রাস্তার ডান পাশের গর্তে পড়ে যাই।

এরপর বাড়ি ফিরে এসে ছোট কাকাকে আমার দূর্ঘটনার পুরোটা বললে, উনি আমাকে রাস্তার পাশ চিনিয়ে দেন এবং বলেন সবসময় রাস্তার বাম পাশ দিয়ে গাড়ি চালাতে।

সমাজ এভাবেই শেখায়। একই প্রশ্ন আবার জাগে। সবই যদি শিক্ষা পেয়ে থাকি, তাহলে শয়তানটা আসলে কে?

শেখার পর সে নিয়ম ভাঙার একটা প্রবণতা আমাদের সবার মধ্যে থাকে। আর সে ভুল কিছু করতে আমাদের ভেতরকার শয়তান উৎসাহিত করে, ভাই।

সহজ উপায় হচ্ছে নিয়ম শিখে ভুলে যাওয়া। নিয়ম নাই, তো দোষ নাই🤥

একদম তাই! ভালো লাগছে কথাটা ভাই!❤️

এটিকে আমরা যে জিনিসগুলি জানি এবং আমাদের কাছে অজানা সেইগুলি হিসাবে আরও ভালভাবে উল্লেখ করা যেতে পারে।

বার বার, আমাদের ভিতরের শয়তান বেরিয়ে এসেছিল কারণ আমরা জানতাম না যে এই ধরনের একটি শয়তান কাজ এবং আমরা এটি চালিয়ে যাওয়ার প্রবণতা রাখি।

যদি আমাদের পিতামাতা এবং অভিভাবকদের আমাদের এই মনোবল শিক্ষা দেওয়ার জন্য তাদের সময় বের করা উচিত, তবে আমাদের বেশিরভাগই সঠিক এবং ভুল কী তা আজকের পৃথিবীতে আমাদের যেভাবে আছে তার চেয়ে ভাল জানত।

পৃথিবী তখন আরও ভালো জায়গা হবে যখন আমরা সেখানে বসবাসকারী লোকেরা ভালো কাজ করি এবং শয়তানী কাজ থেকে নিজেকে দূরে রাখি।

এটি একটি চমৎকার পড়া ছিল, আমি এখানে আছে, ভাল করা হয়েছে.🤗

Well you have a really nice evil inside you so it's all good!

And the evil that is inside us all..

Maybe that's no one. Maybe that's only one person. Maybe we are all actually one person whose soul got split up and is coming to this world in different bodies...

:33 that sounds like a good manga universe getting created now! Imagine a worl where one soul is split in half. Half is in a god like figure. The rest of the world has the other half. All you need now is some shinigami, an evil character and lots of swords:3

Damnnnn. Damnnn I'd watch that Anime for sureeee.
Me and you are geniuses!!

হেইয়া কি হপায় বুঝলা? আমি তুমি জন্মগত উচ্চ আইকিউ ওয়ালা মানুশ জন :3

তাহলে আমাদের মনের ভেতরকার সুপ্ত দুষ্ট ব্যাক্তিটা কে?

আমাদের নিজেদেরই একটা ছোট্ট অংশ, ভালো মন্দের জ্ঞান তো আছেই তাও মাঝে মাঝে খারাপ কাজগুলোর দায়বার আমাদের নিজেদেরই নিতে হবে। খুব বেশি হলে নিজেদের ভেতরকার শয়তানের কাঁধে চাপিয়ে আমি ভালো মানুষ এইটুকু বলা যায়। 🤭

 2 years ago (edited) 

এহাই তো আসল প্রশ্ন মিনহাজ। শয়তানের ওপর ভুল চাপিয়ে দেয়া সহজ।

Who said I am innocent, actually when I tried to find faults in others, I was astounded to see that I was the wicked most.

You looked. Most doesnt look.

This was Kabir who told me about my wickedness 😄

ভাই খুব সুন্দর ভাবে যৌবনকালের ঘটনাগুলো তুলে ধরেছেন। মূলত এসব কিন্তু আমাদের রক্তের গ্রুপের উপরও নির্ভর করে। আমি হলফ করে বলতে পারি আপনার রক্তের গ্রুপ এ পজেটিভ না। মানুষ মাত্রই ভুল।

তবে যাই হোক, শয়তানটা আমরা নিজেরাই। আমাদের বিবেক আছে, বুদ্ধি আছে আমরা যদি সেটা কে সঠিকভাবে ব্যবহার করতাম তাহলে আমরা আর ভুল কিছু করতে পারতাম না।

সেজন্যেই আমরা ধুসর মিনহাজ ব্রো। চামড়া ছিলে ফেললে লাল মাংসপেশি। আর তার ভেতরে সব ধূসর।

😔😔sad reality

 2 years ago  

তাহলে আমাদের মনের ভেতরকার সুপ্ত দুষ্ট ব্যাক্তিটা কে?

Amar o aki proshno bhai.....

আমার সাথে জিজ্ঞেস করতে থাকেন, একদিন হয়ত আমরা দুইজনই একসাথে উত্তর খুজে পাবো।

 2 years ago  

Done bhai, done. 🤝💪
untitled.gif

Congratulations @zayedsakib! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s):

You made more than 2000 comments.
Your next target is to reach 2500 comments.
You got more than 2000 replies.
Your next target is to reach 2250 replies.

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Check out the last post from @hivebuzz:

Our Hive Power Delegations to the March PUM Winners
Feedback from the April 1st Hive Power Up Day
The fourth edition of Hive Power Up Month started today. Don't miss it!
Support the HiveBuzz project. Vote for our proposal!

মানুষের নাম মনে রাখতে না পারা আমার জন্যে দুনিয়াবি নিয়ম কানুন মাথায় রাখতে পারা বেশ কষ্টসাধ্য।

I can understand your point bro. I had or you can still have similar kind of issue. For My students, it is like the greatest fun they get.

And most dangerous questions for me now a days is ' Sir, tell me; what is my name?!...'

for you its students, for me its my classmates, even my neighbors. i have finished 10 semesters with them, yet there are a few whose name i still dont remember!

Ah! I can guess the rest brother. But sometimes it brings fun as well. Anyway let's live with it and enjoy the heck... Ha ha ha

পোস্টটা পড়ে একটা সিগারেট খাইতে ইচ্ছা করতেছে ভাই। সেই!

benson chole na leaf bhai?:P

Advance khai bochor dui ek xD

Ahare shada biri, boroloker biri. Posh guy.

It's kinda ironic how from an young age, we are taught to see things as black and white. No one can be prepared before life suddenly throws us to the ocean full of grays. :')