মহারোদ্দুরের মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জীবনী পর্ব-৩০

in #life8 years ago

মাইকেল মধুসূদন দত্ত স্বদেশ থেকে প্রতিশ্রুত অর্থ না পেয়ে তিনি ফ্রাস্নের ভার্সাই নগরীতে চলে আসেন ১৮৬৩ খ্রিস্টাব্দে।ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অর্থ সাহায্য পেয়ে পুনরায় গ্রেজইন বিশ্ববিদ্যালয়ে এসে ব্যারিস্টারি শিক্ষা শেষ করতে অধ্যয়ন শুরু করেন।