Life

in #life6 years ago

 দামী জিন্স, ব্রান্ডেড টি শার্ট আর জুতোয় সজ্জিত হয়ে ছেলেটি এখন আর রাস্তায় সুন্দরীদের আকর্ষণ করতে ঘুরে বেড়ায় না। এখন সে পুরোদস্তুর চাকুরে। সকালে নিয়ম করে সাদামাটা পোষাকে অফিসে যায় আর রাত্রে ফিরে আসে।কলেজ জীবনে মেয়ে দেখলেই প্রেমে পড়া সেই রোমিও টাইপের ছেলেটিও এখন আর নিয়মিত প্রেমে পড়েনা। দু সন্তান আর স্ত্রীকে নিয়ে এখন তার টিকে থাকার সংগ্রাম চলছে।স্কুলের প্রথম বেঞ্চের ১ নম্বর রোলের সেই মেধাবী ছেলেটি এখন আর ফার্স্ট হবার চিন্তায় অসুস্থ হয় না। এখন সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী।

সব সময় সাথে মেকাপ বক্স নিয়ে ঘুরে বেড়ানো সৌন্দর্য সচেতন মেয়েটিও এখন আর সৌন্দর্য নিয়ে ভাবার সময় পায়না। দিনের সিংহভাগ সময়ই সে তার সন্তানকে নিয়ে আর রান্নাঘরেই কাটিয়ে দেয়।এলাকার সেই মধ্যবয়স্ক বেকার মামাও এখন আর রাস্তার মোড়ের চায়ের দোকানে বসে রাজনৈতিক আলোচনায় চায়ের কাপে ঝড় তোলে না। এখন সে পাকা চুল দাড়িতে মসজিদের পরিচিত মুখ।

#নোট_: কারো জীবনই একটা নির্দিষ্ট গতিতে সরল রেখায় চলে না। সেটা কখনো না কখনো, কোনো না কোনো দিকে বাক নেবেই এবং আপনিও আপনার রাস্তা থেকে সেদিকেই বাক নিতে বাধ্য থাকবেন। আজ যে, যেখানে, যে অবস্থায় থাকুন না কেন কয়েক দিন, কয়েক মাস, কিংবা কয়েক বছর পর হলেও সময় কিন্তু বদলাবেই এবং আপনিও বদলে যাওয়া সময়ের সাথে তাল মেলাতে ঠিকই বদলে যাবেন। তাই হতাশা নয় #আশাগুলোকে আঁকড়েই বাঁচুন।

kcopy 

@banjo