আসুন জেনে নেই কোন দেশ কত জন শরনার্থীকে আশ্রয় দিয়েছে।

in #life7 years ago

আসুন জেনে নেই কোন দেশ কত জন শরনার্থীকে আশ্রয় দিয়েছেঃ
– বিশ্ব জুড়ে মোট শরনার্থী সংখ্যা হচ্ছে ২ কোটি ১০লাখ।
এর মধ্যে ৯০ লাখই গৃহহীন হয়েছে গত ৬ বছর ধরে চলা সিরিয়া যুদ্ধের কারণে। শরনার্থী নিয়ে বিশ্ব জুড়ে কাজ করে এমন একটি সংগঠন হচ্ছে “এটলাস”। সেই এটলাসের ২০১৬ সালের এক প্রতিবেদনে জানা যায়, শরণার্থীদের নিজ দেশে যারা স্থান করে দিয়েছে এখন পর্যন্ত তাদের মধ্যে শীর্ষ দেশটি হলো তুরস্ক।
তুরস্ক এখন পর্যন্ত পৃথিবীতে সর্বোচ্চ প্রায় ৩০ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে।
দুই নম্বরেই আছে পাকিস্তানের নাম।
দেশটি প্রায় ১৬ লাখ শরণার্থীকে আশ্রয় দিয়েছে।
তিন নাম্বারে লেবানন= শরনার্থী সংখ্যা ১১ লাখ।
এছাড়া ইথিওপিয়াতে শরনার্থী সংখ্যা প্রায় ৭ লাখ ৪০ হাজার। তারপর উগান্ডা, বাংলাদেশ।
কেনিয়া, কঙ্গো, এবং দরীদ্র সীমার নিচে বসবাস করা চাদ ৩ লাখ ৭০ হাজার শরনার্থী কে আশ্রয় দিয়েছে।
শরনার্থীদের জন্য সবচাইতে উদার দেশ হচ্ছে উগান্ডা, তাদের দেশের সরকার আশ্রয় নেয়া শরনার্থীদের কে জীবিকা নির্বাহের জন্য এক খন্ড জমি বরাদ্দ দিয়েছে। সকল শরনার্থী পরিবারের জন্য একটি করে দুই কক্ষের ঘর তৈরি করে দিয়েছে। ওরা যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে তার জন্য একটি করে কার্ড দেয়া হয়েছে।