I've kept you covered

in #life6 years ago

hScreenshot_2018-05-03-14-22-07-282_lockscreen.png

You have kept
the
red-green, yellow olive trees in the colorful color of the teenage period .
In the middle of the heart, in the middle of the rainy
season, the love of the soul is in love.
Before sunset
you and I can go horizontally along the '
Dingee Boat ', on the far side -
your maiyar is able to combine the
fluid life, the hope of the simple mind.
The sweetness of the
heavenly world sparked the genuine love of love, by the passion of life - in the
field of Dhivecher , Meghna water, the girl in Shapla forest. It has been a day of forgetting
the love and love of the day
and it has been forgotten that it is today.
In the uninterrupted teenage life of your immortality
,
the singing of singing with a unique rhythm, singing along with Baal, goes a long way.



তোমায় রেখেছি ঢেকে
কিশোর কালের রঙ-বেরঙের মাঠে
লাল-সবুজের, হলুদের বনে প্রিয়!
হৃদয়ের কোণে বনানী শ্যামল পরাণের মাঝখানে
ললিত প্রাণের আচানক ভালোবেসে।
সূর্য ডোবার আগে
তুমি আর আমি দিগন্ত পারে ডিঙি নৌকার 'পরে
চলেছি দূরের পথে-
তোমার মায়ার নিপুণ আঁচলে বেঁধে
তরল জীবন, সরল মনের আশা।
স্বর্গলোকের মাধুরী মাখানো অকৃত্রিম ভালোবাসা
ছড়িয়ে দিয়েছি প্রাণের আবেগ মেখে-
ধৈঞ্চার ক্ষেতে, মেঘনার জলে, শাপলার বনে মেয়ে।
সেই ভালোবাসা ক্রমে ক্রমে যেন বেড়ে গিয়ে প্রতিদিন
চাওয়া ও পাওয়ার দ্বন্দ্ব ভুলে আজ হয়েছে অমিয়।
তোমার বিরহে চির-চঞ্চল কিশোর প্রাণের মাঝে
অনন্য সুরে বিরহের গীতি বাজে,
বাউলের সাথে গান গেয়ে চলে দূর অজানার পথে...