অপূর্ব ও সুমাইয়া শিমুর প্রেম বিরহ

in #life6 years ago

‘প্রেম বিরহ’ নামের একটি নাটকে একসঙ্গে অভিনয় করলেন ছোটপর্দার দর্শকপ্রিয় অভিনেতা অপূর্ব এবং সুমাইয়া শিমু। এটি রচনা করেছেন আহসান হাবিব সকাল এবং যৌথভাবে পরিচালনা করেছেন ইফতেখার ইফতি ও শিল্পী মাহমুদা।

এতে আরও অভিনয় করেছেন প্রাণ সরোওয়ার, বনি খান প্রমুখ।

নির্মতা সূত্রে জানা গেছে, এরই মধ্যে নাটকটির শুটিং শেষ হয়েছে। খুব শীঘ্রই নাটকটি আর টিভিতে প্রচারিত হবে।