চিরতরে বিদায় করুন আপনার গ্যাষ্ট্রিক সমস্যা। গ্যারান্টেড

in #life6 years ago (edited)

আমরা বাঙালিদের প্রধান সমস্যা আমরা রেডিমেটটাই বেশি চাই। একটু কষ্ট করতে আমরা রাজি নই। আর এ কারনেই আমাদের সমস্যার শেষ নেই। এরকমই একটি সমস্যা গ্যাষ্ট্রিক সমস্যা। প্রায় ৯০% মানুষ এই সমস্যাটা বহন করে চলছেন। আর এই সমস্যার রেডিমেট সমাধান হিসেবে বিভিন্ন ট্যাবলেট কেই চিনে নিয়েছি আমরা।

কিনতু সবথেকে সত্য কথা হচ্ছে যতই আপনি ওমিপ্রাজল সহ যত ওষুধ খাবেন তাতে আপনার গ্যাষ্ট্রিক আরও দীর্ঘস্থায়ী হবে। কমার কোন সম্ভাবনা তো নেই বরং আস্তে আস্তে আপনাকে বেশি দামের ওষুধের দিকে ঝুকতে হবে। তাই প্রথমেই আপনার করনীয় হচ্ছে এই সকল ওষুধকে না বলা।

2.jpg
source

এখন সবথেকে আশ্চর্য সমাধান নিয়ে নিন। আশ্চর্য বলছি এজন্য যে এই পথ্যটির সাথে প্রায় সবাই পরিচিত বিশেষ করে মহিলারা। আর এটির নাম হচ্ছে মেথির দানা।

1.jpg
source

আপনি অবাক হয়ে যাবেন এই দানার উপকারিতা দেখে। মসলা হিসেবে এই মেথির দানা মহিলারা সচরাচর ব্যবহার করেন।

কোথায় পাবেনঃ

বাজারে যেকোন বানিয়ার দোকান সহ প্রায় প্রতিটি দোকানেই পাবেন।

কিভাবে খাবেনঃ

বাজার থেকে মেথির দানা এনে রোদে শুকিয়ে নিবেন। খেতে সুবিধা হবে। সকাল এবং বিকালে নিয়মিত ৮-১০টি দানা চিবিয়ে খেয়ে ফেলবেন। এছাড়াও কখনো পেটে ফাঁপা দিলে ১০-১৫ টি মেথি দানা চিবিয়ে সাথে সাথে খেয়ে ফেলবেন। উপকার পাবেন ইনশাআল্লাহ।

অন্যান্ন উপকারিতাঃ

মেথির রয়েছে হাজারো গুন। শুধু গ্যাষ্ট্যিকেই নয়। বিস্তারিত জানতে গুগল করতে পারেন। আর আমার বিশ্বাস যদি একবার এর সকল উপকারিতা আপনি জেনে ফেলেন তাহলে নিয়মিত আপনার খাদ্য তালিকায় মেথি দানা থাকবেই।

তাই সুস্থ থাকতে মেথির দানা ট্রাই করে দেখুন। উপকার পাবেন ইনশাআল্লাহ

Please steem.jpg

Sort:  

ধন্যবাদ সুন্দর এবং উপকারী পোষ্ট করার জন্য। আমিও এই পদ্ধতি অবলম্বন করি। অবশ্য আমার তেমন গ্যস্ট্রিকের সমস্যা নেই। তারপরেও কখনও যদি গ্যাসের সমস্যা পরিলক্ষিত হয় সাথে সাথে আমি ম্যাথি খাই। এছাড়াও আমি নিয়মিত ইসুবগুলের ভুসি খাই।

@silentsteem Good Article , Carry On

@silentsteem very informative post bro, keep it up.

This post has received a 17.53 % upvote from @boomerang.

Free Resteem , Follow and Vote For Everyone Click Here
Just Follow The Rules 😇 Thank You!

Your post has been selected to be presented in Steemit Bangladesh Curation Competition Episode # 15 . If you are from Bangladesh and would like to present the article in the voice hangout during the competition, Please join the hangout on our Discord server.

Steemit Bangladesh Curation Competition Episode # 15
Time : 10 PM BDT
Date: 31/08/2018 (Friday)