মুসলিম হিসেবে আমাদের চূড়ান্ত গন্তব্য আসলে কি হওয়া উচিত??

in #life6 years ago

একটা প্রশ্নের সম্মুখিন আমরা প্রায়ই হয়ে থাকি বা প্রশ্নটির সাথে আমরা সবাই পরিচিত। প্রশ্নটি হল -তোমার জীবনের লক্ষ কী?

6.png
source

আসলেই আমাদের জীবনের লক্ষ্য আসলে কি হওয়া উচিৎ? কারও লক্ষ্য ডাক্তার, কারও ইন্জিনিয়ার, কারও ব্যরিষ্টার বা উকিল, কারও ব্যবসায়ী, কারও লক্ষ্য ভাল একটা চাকুরী করা। এরকম এক এক মানুষের এক এক ধরনের লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। আসলেই কি এগুলোই জীবনের লক্ষ্য বা উদ্দেশ্য ??

হয়ত একটু থমকে গেলেন যে আমি এগুলো কি বলতেছি। ধরুন আপনার জীবনের লক্ষ্য ছিল আপনি ডাক্তার হবেন। ডাক্তার হয়ে গেলেন। এখানেই কি তাহলে আপনার জীবন শেষ? অবশ্যই না। তাহলে বাকি জীবনের জন্য আপনার লক্ষ্য কি?

আসলে ডাক্তার বা ইন্জিনিয়ার হতে নিষেধ করছি না আপনাকে। কিনতু এগুলো আসলে আমাদের জীবনের চূড়ান্ত লক্ষ্য নয়। এগুলো আমাদের জীবন ভাল ভাবে পরিচালনার মাধ্যম মাত্র।

মুসলিম হিসেবে আমরা অবশ্যই মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করে থাকি। সেখানে রয়েছে জান্নাত এবং জাহান্নাম। পৃথিবীর বুকে ভাল এবং খারাপ কজের মাধ্যমে আমাদের জন্য নির্ধারণ করা হবে আমরা জান্নাতে থাকব নাকি জাহান্নামে। এই ৬০ বা ৭০ বছরের দুনিয়ার জীবনের বিনিময়ে আমাদের জন্য নির্ধারণ করা হবে কোটি কোটি বৎসরের জান্নাত অথবা জাহান্নাম। যদি আমরা জাহান্নামী হয়ে যাই তাহলে কষ্টের শেষ থাকবে না।

কিনতু জান্নাতি হতে পারলে অনন্ত কালের জন্য আমরা সুখে শান্তিতে বসবাস করব। তাই মুসলিম হিসেবে আমাদের অবশ্যই জান্নাত লাভ করাই চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিৎ। আর এ জন্য সকল সৃষ্টিকর্তার নিষেধ কাজ থেকে বিরত থেকে তার আদেশ পালন করাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিৎ বলে মনে করি।

অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান কমেন্টের মাধ্যমে। এবং লেখাটি ভাল লাগলে ভোট দিন এবং ফলো করুন।

Sort:  

আমি আপনার কথার সাথে একমত,,,একজন মুসলিম হিসেবে আমাদের কর্তব্য ইসলামিক জ্ঞান অর্জন করা।

মুসলিম হিসেবে আমাদের অবশ্যই জান্নাত লাভ করাই চূড়ান্ত উদ্দেশ্য হওয়া উচিৎ। আর এ জন্য সকল সৃষ্টিকর্তার নিষেধ কাজ থেকে বিরত থেকে তার আদেশ পালন করাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিৎ বলে মনে করি।

খুব সুন্দর পোস্ট, এগিয়ে যান।

great article bro, carry on.

Congratulations @silentsteem! You have completed the following achievement on Steemit and have been rewarded with new badge(s) :

Award for the number of upvotes received

Click on the badge to view your Board of Honor.
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Do you like SteemitBoard's project? Then Vote for its witness and get one more award!

Your post has been selected to be presented in Steemit Bangladesh Curation Competition Episode # 14 . If you are from Bangladesh and would like to present the article in the voice hangout during the competition, Please join the hangout on our Discord server.

Steemit Bangladesh Curation Competition Episode # 14
Time : 10 PM BDT
Date: 28/08/2018 (Tuesday)