“ আমার অভাব যদি তুমি বুঝতে না পার তবে তোমার সাথে আমার বন্ধন কখনো দৃঢ় হবে না ”

in #life6 years ago


Source
“ বৈশাখি মেঘ ঢেকেছে আকাশ,
পালকের পাখি নীড়ে ফিরে যায়
ভাষাহীন এই নির্বাক চোখ আর কতোদিন?
নীল অভিমান পুড়ে একা আর কতোটা জীবন?
কতোটা জীবন!! ”

__রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ
“ সহজে যদিও ভালোবেসে ফেলি
সহজে থাকি না কাছে,
পাছে বাঁধা পড়ে যাই।
বিস্মিত তুমি যতোবার টানো বন্ধন-সুতো ধ’রে,
আমি শুধু যাই দূরে। ”

__রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ

Sort:  

This post has received a 0.84 % upvote from @booster thanks to: @steemgainer.