প্রকাশ হল ‘আমার প্রেম আমার প্রিয়া’র প্রথম গান

in #love6 years ago

ঢালিউডের জনপ্রিয় মুখ পরীমনি। বর্তমানে তিনি ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমাতে অভিনয় করছেন। সিনেমাটি পরিচালনা করছেন শামীমুল ইসলাম শামীম। এতে পরীর বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক কায়েস আরজু। ইতিমধ্যে সিনেমাটির নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী মাসে এটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়ার ঘোষণাও দিয়েছেন এর নির্মাতা। ২২ ফেব্রুয়ারি এর প্রথম গান ইউটিউবে প্রকাশ করা হয়। ‘টেরাম টেরাম’ শিরোনামের এই গানটিতে কণ্ঠ দিয়েছেন আহমেদ হুমায়ুন ও মুন। এতে পারফর্ম করেছেন পরীমনি ও কায়েস আরজু। এটির নৃত্য পরিচালনা করেছেন সাঈফ খান কালু।