অনেক অযাচিত রাত অনেক আচমকা অভিমান
দারুচিনি দ্বীপে হঠাৎ দেখা পাওয়া কোনো রোদ্দুর
আমি জল ঢেলে দিই রাতের সাদা ভাতে,
আমার খিদেয় আজ জোনাকির বেমানান সুর।
অনেক কষ্টে জোগাড় করা পুরোনো খড়কুটো
এই ভয়ানক শীতে একটু আশার সঞ্চার,
তোমার গুপ্ত রাজ্যের সুপ্ত বাসনার অমৃতে
আমার প্রবেশাধিকার নিষিদ্ধ চাপা হাহাকার।
really friend it is so beautiful poetry..... you are beautiful writer dear friend..
i love bengali.. so sweet people love bengali dialect