জিবনে চলার পথে

in #story6 years ago

জিবনে চলার পথে

জিবন তো একটিই। কিন্তু এই এক জিবনে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করি। এই কাজই হল পথ। বিভিন্ন সময় আমাদের নানান রকমের পথ বাচতে হয়। কোনে পথ আমরা ঠিক বাচি আাবার কোনটা ভুল। পথ যদি মনের মত ঠিক বাচি তাহলে জিবন সুন্দর ভাবে চলে যায়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রে আমরা পথ ভূল বেচে থাকি। কেননা মানুষের সহজ পথ থেকে বাকাঁ পথ বেশি পছন্দ করে। তাই আামি বলি বাকাঁ পথকে ছাড়ুন। কেননা বাকাঁ পথ মানুষকে কোথাই নি গিয়ে ছাড়বে সে তা নিজেও যানেনা।

image

বাকাঁ পথে চলতে গিয়ে অনেক সময় মানুষ নিজেকে হরিয়ে ফেলে এবং অন্য রকম মানুষ হয়ে জিবন কাটাই। তাই কঠিন এবং জটিলতা ত্যাগ করে সহজকে ধরুন। আামাকে যদি বলা হয় যে একটি কঠিন কাজ করতে তুমি কোন ধরনের ব্যাক্তি চাও। আামি বলব আমি একজন অলস ব্যাক্তি চাই কেননা সে কাজটি করার জন্য কোননা কেনো সহজ পদ্ধতি বের করবে যা কাজটিকে সহজ করে তুলবে। তাই কোনো বাকাঁ বা কঠিন পথকে সহজ করে চলার মত করে নিন।

Sort:  

You have gotten a vote courtesy of @ohimahathir!
(@alliedforces is sponsored by @jatinhota & @enginewitty)
Have you voted your witnesses?