একবার এক রাজ্যে একজন কইলো একটা ঘরে কি যেন একটা আছে। এইটা অই রাজ্যে ছরাইয়া গেলো। সবাই গিয়ে দেখে আসতো জিনিশ টা। সবাই বার হয়ে বলতো " অহ আমিও দেখছি"। তো অই রাজ্যের রাজা আর রাণী খুব সখ হইলো তারাও দেখবে। রাজা রাণী পুরা বাহিনি নিয়ে গেলো। প্রথমে বাহিনির সবাই গেলো এবং একে একে সবাই বার হয়ে এসে বল্ল দেখেছি। এরপর রাণী গেলো, রাণী ও বের হয়ে বল্ল দেখছি। এরপর রাজা ঢুকলো।। তিনিও বের হয়ে বল্লেন দেখেছি।। তারা রাজদরবার এ ফিরে গেলো। তো অনেক দিন কেটে গেলো। একদিন রাতের খাবার শেষে রাজা রাণী গল্প করতেছিলো৷ তখন রাজা জিজ্ঞাস করলো আচ্ছা রানী সত্যি কি তুমি সেদিন কিছু দেখছিলা অইখানে? তখন রানী বল্ল না আসলে আমি কিছুই দেখি নাই। সবাই।বলছে দেখেছিলো তাই আমিও বলছি যে দেখেছি। তখন রাজাও বল্ল হ্যা আমিও কিছু দেখি নাই। সবাই বলছে দেখছি তাই আমিও বলছি যে দেখেছি।
মোট কথা হলো আমরা শোনায় বিশ্বাসী। কেউ কিছু বললে খুব সহযে বিশ্বাস করে ফেলি। কিন্তু এটা উচিত নয়।