মাকে সবাই ভালোবাসে

in #writer5 years ago

মাকে সবাই ভালোবাসে

পৃথিবীতে একজন আছে যে সন্তানদের নির স্বার্থ ভাবে ভালোবাসে , তিনি হল আমাদের মা । মা কে নিয়া অনেক কবি সাহিত্যিক এমনকি অনেক গান আছে । যে গান গুলোতে মাইয়ের ভালবাসার কথা জরিয়া আছে । আসলে যারা এই কবিতা বা গান লেখেন তারা মাকে হারিয়াছে এবং মা কে যখন মিস করে তখন এই কথা গুলো ভিতর থেকে চলে আসে । যাদের মা আছে তারা বুঝবে না মাইয়ের ভালোবাসা কি । কিন্তু যাদের মা নাই তারা জানে যে আমরা কি হারাইছি । কিন্তু অনেক সন্থান আছে যারা মা বুড়ি হইয়া গেলে তারা মা কে বোঝা মনে করেন । মা কে বিদ্ধাশ্রমে রেখে আসে । মাকে খোঁজ নেওয়ার কথা ও মনে করেন না।  তারা সন্তান নামের কলঙ্খ । এই কাজটি কোন ভাল সন্থানের কাজ নই । কিন্তু তার পরও মানুষ এইটা কেন করে । মাকে তো সবাই ভালোবাসে । কিন্তু মা যখন মারা যাবে তখন আবার খুব আফসোস করবে । এইটাই  মানুষ করে । 

এমন মানুষের সমাজের থেকে বের করে দিতে হবে । যারা মা থেকে দূরে থাকে , অনেকে পড়াশুনার জন্য বাইরে চলে যাই আবার টাকা রোজগার করার জন্য বিদেশ চলে যাই । তারা জানে মা কত গুরুত্বপূর্ণ  তারা জানে মা কি জিনিস । তারা সব সময় মাইয়ের কথা মনে করে কান্না করে । দিন শেষ হইয়া যাই মাস শেষ হইয়া যাই মাইয়ের দেখা মেলে না । কতই না দুঃখ কষ্টের মাঝে তাদের দিন পার হয় । আবার অনেকে আছে বিয়া করার পর বউকে খুসি করার জন্য মা দূরে ঠেলে দেই । মা কে বিরক্ত মনে করে। যার থেকে আপনি কথা বলা শিখেছেন । যে আপনাকে বড় করেছেন । শত কাজের ভিতরেও আপনাকে খাবার খেতে দিছেন , যে আপনাকে কথা বলা শিখাইছে তার সাথে কিভাবে আপনি খারাপ ব্যবহার করেন । 

image source

কিন্তু তারা একসময় না একসময় বুজতে পারে মাইয়ের ভালোবাসা কত জরুরি । একদিন না একদিন বুঝবেই কিন্তু তখন হইত মা আর পৃথিবীতে থাকবে না । এইটা ভাব্বেন যে আপনিও একদিন কোন সন্তানের পিতা কিনবা মা হবেন তখন তো আপনার সন্থান এইভাবে আপনার সাথে ব্যবহার করলে আপনি কি করবেন , প্রকিত পক্ষে যারা তাদের পিতা মাতার সাথে এই রকম ব্যবহার করে তাদের সন্থানও তাদের সাথে এই রকম ব্যবহার করে । মা অসুস্ত হলে তাকে সেবা জত্নকরুন । মা কে কষ্ট দিবেন না কোন কথা দ্বারা । খারাপ কোন আচরন করবেন না । মা যা খেতে চাই তাই খাওয়ান । মাইয়ের সাথে বসে ৫মিনিট গল্প করুন দেখবেন মা আপনার জন্য অনেক দুয়া করবেন এবং অনেক খুসি হবেন । এইটাই বাস্তব আমার চোখে দেখা । মাকে কখনও ফেলে দিবেন না ,সবার কাছে আমার অনুরোধ । সবাই মা কে ভালবাসুন । ধন্যবাদ 

Sort:  

✅ Enjoy the vote! For more amazing content, please follow @themadcurator!

Congratulations @salahuddinkhan! You have completed the following achievement on the Steem blockchain and have been rewarded with new badge(s) :

You published more than 20 posts. Your next target is to reach 30 posts.

Click here to view your Board
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Support SteemitBoard's project! Vote for its witness and get one more award!