যদি পারেন তো আপনিও কাওকে হেল্প করবেন, এতেই আমি খুশি।

in BDCommunity3 years ago

যদি পারেন তো আপনিও কাওকে হেল্প করবেন, এতেই আমি খুশি।



Source


সততা খুবই দামী একটি উপহার। তা কখনোই সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না!

  • ওয়ারেন বাফেট

উষ্ণ একবার তার বউ কে সাথে করে একটা লোকাল বাস এ উঠেছে। উঠার পরপরই তার বউ তাকে দেখিয়ে দিল যে পাশের সিট এ একটা মোবাইল ফোন পরে আছে। স্যামসাং এর বাটন ফোন তেমন দামি না কিন্তু ফোন টা ভালো। উষ্ণ কিছু না ভেবেই ফোন টা আগে হাতে নিল কারন সে জানতো যে, অসৎ কারো হাতে ফোন টা গেলে সেটার মালিক আর ফেরত পাবে না। ফোনটা হাতে নিয়ে সে সিটে বসে পড়লো আর নিজের মতো ঠিকঠাক হতে লাগলো। সে তো জানতোই যে কেউ না কেউ ফোন দিবে। পরক্ষনেই একটা নাম্বার থেকে ফোন আসলো আর এই ফোনের মালিক ভেবে কথা বলতে শুরু করলো। তখন উষ্ণ বললো, "এই ফোন টা আমি বাসের সিট এ পরা পেয়েছি, আপনি কি ফোন এর মালিক কে চিনেন?" তারপর ওপার থেকে সুন্দরভাবে কথাবার্তা বলে ফোন রাখলো। যেহেতু উষ্ণ তখন বাসে রানিং এ ছিল তো সে বুঝতে পারলো যে ফোনটা পরদিন দিতে হবে মালিকের হাতে। উষ্ণ তো নিজের উপর সম্পূর্ণ বিশ্বাস করতো আর জানতো যে ফোনটা যেহেতু তার হাতে আসছে, তো মালিক এর হাতে পৌঁছাবেই ইন শা আল্লাহ। তারপর কিছুক্ষন পর আরেকটা নাম্বার থেকে ফোন আসলো। আগের নাম্বার টা ফোন এ সেভ ছিল না, কিন্তু এবারের নাম্বার টা সেভ করা ছিল। ফোন রিসিভ করলো উষ্ণ,

ওপার থেকেঃ ভাই, এই ফোনটা আমি বাসে ফেলে আসছি, ফোনটা কি পাবো?
উষ্ণঃ অবশ্যই পাবেন, কোন চিন্তা করবেন না আপনার ফোন আমার হাতে আছে এটা আপনি পাবেন ইন শা আল্লাহ।
ওপার থেকেঃ ধন্যবাদ ভাই, কথা টা শুনে খুবই ভালো লাগলো।

ফোনের মালিক নিজেই কথা বলছিল উষ্ণ বুঝতে পারলো সেটা। এরপর ফোনের মালিক উষ্ণকে জানালো যে, উষ্ণর যাওয়ার রাস্তায় ই একজন লোক আছে যার কাছে ফোন টা দিয়ে দিলে ফোনের মালিকের কাছে পৌছবে। তারপর ফোনের মালিকের নির্দেশনা অনুযায়ী ফোন এর ডায়াল লিস্ট থেকে একটা নাম্বার বের করে উষ্ণ কল করলো। কিন্তু সেই নাম্বার টাতে কল ওয়েটিং ছিল আর কল টা অপর পাশ থেকে কেটে দিল। একটু পর কল ব্যাক করলো।

উষ্ণঃ আসসালামু আলাইকুম।
ওপার থেকেঃ জী, ওয়ালাইকুম আসসালাম।
উষ্ণঃ মাহাবুব সাহেব বলছেন?
ওপার থেকে মাহাবুব সাহেবঃ জী বলছিলাম।
উষ্ণঃ আপনি নিশ্চয়ই এই ফোনের মালিক কে চিনেন, আমি ফোন টা বাসের সিট এ পরা পেয়েছি আর ফোনের মালিকের সাথে খুব সম্ভবত কথা হয়েছে আমার, সে আপনার এই নাম্বারে যোগাযোগ করে ফোনটা দিতে বললো।
মাহাবুব সাহেবঃ জী, এই ফোনের মালিক আমার খালু হয় সম্পর্কে।
উষ্ণঃ ওহ আচ্ছা। তো আপনি কোথায় আছেন? ফোন টা কিভাবে দিতে পারি আপনাকে?

কথোপকথনের পর উষ্ণ জানতে পারলো যে তারা যেখানে বাস থেকে নামবে সেখানেই মাহাবুব নামে ভদ্রলোক আসতে পারবেন। এরপর উষ্ণ ফোনের মালিক কে কল দিয়ে কনফার্ম করে দিল আর জানিয়ে দিল যে ঐ ফোন টার ব্যাটারি শেষের দিকে, তো যেকোন সময়ে ফোনটা বন্ধ হয়ে যেতে পারে। সেই ক্ষেত্রে তারা যাতে ফোন হারানোর ভয় না পায় সেই আশ্বাসও দিল উষ্ণ এবং এরপর ই ঐ পাওয়া ফোনটা থেকে জরুরি নাম্বার উষ্ণ নিজের ফোনে তুলে রাখলো এবং তাদের সাথে নিজের টাকা খরচ করে কথাও বললো।


উষ্ণ সাধারণত এরকম সময়ের বাস জার্নিতে ঘুম দেয়, কিন্তু এই জার্নিটাতে তার ঘুম আসছিলো না কিংবা আসলেও সে ঘুমাচ্ছিল না কারণ ফোন টা জায়গা মতো ফেরত না দেওয়া পর্যন্ত উষ্ণর মনে শান্তি মিলছিল না ঠিকঠাক ভাবে। তারপর অনেকটা পথ পারি দিয়ে উষ্ণ গেল তার গন্তব্যে। বাস থেকে নামার আগেই মাহাবুব সাহেব কে কল দিয়ে জানালো যে সে চলে এসেছে। তারপর কিছুক্ষন অপেক্ষা করলো উষ্ণ। মিনিট পাঁচেক পরে ভদ্রলোক আসলো একটা মটরসাইকেল করে। আসার পর উষ্ণ কে ফোন দিল আর উষ্ণ শিউর হলো যে, এই সেই লোক। লোকটির কথা বার্তা এবং ব্যাবহারেই তার ভদ্রতার পরিচয় মিললো। সে ওখানকার RFL এবং Vision ইলেক্ট্রনিকস এর এরিয়া ম্যানেজার এই কথা জানালো আর উষ্ণ কখনো এসব জায়গা থেকে কিছু কিনলে অবশ্যই তাকে কল দিতে বললো। তারপর লোকটি উষ্ণকে বললো, "কি বলে যে আপনাকে ধন্যবাদ দিব ভাই,চলেন না চা বা কিছু খাই"।

উষ্ণঃ ধন্যবাদ বা খাওয়া কিছুই লাগবে না ভাই। আপনার যদি আসলেই হেল্প হয়ে থাকে তাহলে যদি পারেন তো আপনিও কাওকে হেল্প করবেন, এতেই আমি খুশি।

এই বলে উষ্ণ বিদায় নিল ভদ্রলোকের থেকে আর সে শান্ত মনে তার শান্তির নিবাসে গেল।

হ্যা, সত্য ঘটনা অবলম্বনে গল্পটা এখানেই শেষ কিন্তু আমি ভাবছি এই গল্পটা একটু দীর্ঘ করবো অন্য কোন একদিন যেখানে না ঘটা কিছু জিনিশ থাকবে যেটা ঘটতে পারতো এই সততার কারনে। চেষ্টা করবো দুইভাবে দুইটা গল্প ফুটিয়ে তুলার যেখানে একটা গল্পে উষ্ণর ভালো হবে আর অন্য গল্পে হবে খারাপ।


"সমাপ্ত | The End"

"Be Good, Think Good and Do Good"

"Stay Home, Stay Safe & Let's Beat Corona".