একদম ঠিক পয়েন্টগুলা নিয়ে আসছিস, আমার ফ্রেন্ডরা ২০ হাজার দিয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলাতে পড়াচ্ছে।
আমার নিজের বোনই IER এর,ওর টিচারই এই নতুন কারিকুলামের কাজ করলো, প্রায়ই ওর থেকে ইনফরমেশন নিয়ে আপডেট থাকার চেষ্টা করি। এছাড়া আমার সাবজেক্টও এসবের সাথে অনেক রিলেভেন্ট ছিলো, তাই আগ্রহটা শুরু থেকেই আছে।
এখন যে পরিবর্তনটা আসছে এটা তাও কিছুটা ইমপ্লিমেন্ট করা যেতো যদি টিচাররা এই ধরণের পড়া ধরতে পারতো। কিছু ভালো স্কুল ছাড়া অনেক শিক্ষকই বুঝতে পারছে না কিভাবে পড়াতে হবে। আমার পরিচিত যেই স্কুল টিচারকেই জিজ্ঞেসা করছি তাড়া কেউই এর আগামাথা ঠিক করতে পারছে না, কারণ তাদের ট্রেনিং-এর কোনো ব্যবস্থাই করা হয়নি।
এরপরেও ওই তোর মতন আশাবাদী, কারণ কিছুটা হলেও তো ভালোর পথে আগাচ্ছে!