আসসালামু আলাইকুম।
প্রতিটি শিশুর মানসিক বিকাশ তার পরিবার থেকেই হয়ে থাকে। বাবা-মায়ের কাছ থেকেই শিশুরা জীবন সম্পর্কে ওদের মত করে জানতে পারে। কোনটা ভালো, কোনটা মন্দ, নিত্যদিনের ছোট ছোট অভ্যাস এগুলো সম্পর্কে ছোট বেলা থেকেই একটু একটু করে ধারনা দিতে হয়। তবে মনে রাখতে হবে বাচ্চাদের কখনওই অতিরিক্ত চাপ সৃষ্টি করে কোন কিছ শেখানো উচিৎ না, তাহলে ওদের মধ্যে একটা ভীতি তৈরি হয় এবং পরবর্তীতে এই সমস্যাটা থেকেই যায়।
এই বিষয়টি উপলব্ধি করে আমি সবসময় আমার বাচ্চাকে আনন্দময় ভাবে সব কিছু শেখানোর চেষ্টা করি। এই উপলব্ধি থেকেই আমার ছেলের জন্য একটা কার্টুন তৈরি করেছি যেখানে গল্পে গল্পে সে অনেক কিছু জানতে পারে এবং "বর্ণমালা পরিচয়" শিখতে পারে।
যাদের বাসায় ছোট ছোট শিশু আছে তাদের নিয়ে এই ভিডিও টি উপভোগ করলে আমি খুবই খুশি হব। সেই সাথে ভিডিওটি সম্পর্কে আপনার মতামত / উপদেশ জানালে উপকৃত হব। আমার পড়ানোর পদ্ধতিতে যদি কোন ভুল থেকে থাকে তা জানালে পরবর্তী ভিডিওতে তা শুধরে নেব ইনশাআল্লাহ।
সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।
আপনি একদম ঠিক বলেছেন , শিশুদের সাথে যদি শক্ত আচরণ করা হয় তাহলে তাদের মেধা বিকাশ ঠিকভাবে হয় না যার কারণে ভবিষ্যতে তাদের অনেক অসুবিধায় পড়তে হয় ।শিশুদের সাথে শিশুসুলভ আচরণ করে তাদেরকে শিক্ষণীয় বিষয় গুলা শেখাতে হয় ।
শিশুর প্রাথমিক জীবনের শিক্ষা বিষয়ে সুন্দর কিছু কথা বলেছেন ও আপনার উপলব্ধিও যথেষ্ঠ্য চমৎকার। তবে আমাদের দেশের বেশিরভাগ অভিভাবক শিশুদের প্রাথমিক শিক্ষার বিষয়টা সম্পর্কে জানে বললেই হয়। কিন্তু বর্তমানেে এই বিষয়টা তরুণ পিতা মাতার মধ্যে বেশ সুন্দর দেখা যাচ্ছে। এই সুন্দর শিক্ষামূলক চিন্তাগুলো যতদ্রুত অভিভাবকদের জানানো যায়, ভবিষ্যতের শিশুদের জন্য ততোটা মঙ্গলময় হবে।
শিশুকে যদি প্রাথমিক বয়সে আনন্দের সাথে শিক্ষা দেওয়া যায়, তাহলে শিশুর মানসিক বিকাশে তেমন বাঁধা বা ভয় সৃষ্টি হয় না। যার ফলে শিশু জীবনের সকল অবস্থাকে সহজে সুন্দরভাবে মানিয়ে নিতে পাড়ে। আর তাই আমাদের অভিভাবকদের শিশুদের সুন্দর ভবিষ্যতের জন্য প্রাথমিক শিক্ষার বিষয়ে সচেতন হওয়া দরকার।
Thanks for your comment 😊
Congratulations @zerinbappy! You received a personal badge!
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
Check out the last post from @hivebuzz:
Support the HiveBuzz project. Vote for our proposal!
Congratulations @zerinbappy! You received a personal badge!
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
Check out the last post from @hivebuzz:
Support the HiveBuzz project. Vote for our proposal!
প্রতিটি শিশুর অভিভাবকদের সচেতন হওয়া উচিত, আমাদের দেশে এক সময় শিক্ষিত হার কম ছিল কিন্তু বর্তমানে শিক্ষিত হার অনেক বেশি , সাথে সচেতনতা বৃদ্ধি পেয়েছে , আশা করবো যতদিন যাবে প্রত্যেকটি পরিবারই ততটাই সচেতন হবে ,
Thanks for relate with my thoughts.
এটা খুবই সুন্দর একটা ভিডিও। বাচ্চাদের ভয় বা জোরপূর্বক কিছু শেখাতে গেলে তারা কিন্তু সেটা খুব ভালোভাবে মনে রাখে না। ভয় কেটে গেলে ভুলে যায়। আনন্দ, খেলা বা আদরের সাথে বোঝালে তারা সবচেয়ে ভালো শিখতে পারে।ছড়া বা শিক্ষণীয় গল্পের মাধ্যমে আমরা তাদের অনেক কিছু শেখাতে পারি।