(স্নানের পরেও রঙের হালকা ছোঁয়া রয়েই গেছে)
প্রিয়,
পাঠকগণ,
আজ দোল পূর্ণিমা। তাই সবার প্রথমে আপনাদের এবং আপনাদের পরিবাবের সকলকে জানাই দোলের শুভেচ্ছা। আশাকরি আজকের দিনটা আপনাদের খুব ভালো কেটেছে।
দোলের দিনের ভালোলাগা একেবারেই আলাদা। বড় হওয়ার সাথে সাথে বুঝেছি, এই দিনটার মাধুর্য্য বয়সের সাথে সাথে পরিবর্তিত হয়। ছোটবেলায় দোলের মূল আকর্ষণ ছিল পিচকারি, আর জলে গোলা রং। সাথে মাথায় দেওয়া টুপি। প্রচুর ছোটো ছোটো বেলুন রং জলে ভরা। কার পিচকারি কতো ভালো সেই নিয়ে আলোচনা চলত এক সপ্তাহ আগে থেকেই।
একটু বড়ো হতেই পিচকারি, জলবেলুন, টুপি হারিয়ে যেতে লাগলো, রং আর আবীর খেলাই ছিলো তখন। আর এখন যদি বলেন তাহলে রঙের থেকে বহু বহু দূর। তবে আবীরের আর ও অনেক কাছাকাছি এসেছি। আবীরের রঙে রঙিন হতে ভালো লাগে। আবীরের রং গুলো দেখলেই একটা অন্য অনুভূতি জাগে এই দিনে।
আমার একটা স্বপ্ন আছে এই দোলের দিনে একবার অন্তত শান্তিনিকেতন যাওয়ার। জানিনা কবে সম্ভব হবে, তবে ওই রকম পরিবেশের সাক্ষী থাকতে খুব ইচ্ছে করে। কি অপূর্ব লাগে টিভিতে দেখতে। যেন এক মহামিলনের উৎসব চলে যেখানে চারিদিকে শুধু বিভিন্ন আবীরের রং,পলাশ ফুলের মালা,লাল - হলুদ রঙের শাড়ি পড়া ছোটো বড় সব মেয়েরা। ফাগুনের গান, নাচ সেকি অপূর্ব দৃশ্য।
এইবার আমি একদমই আবীর খেলিনি, শরীরটা ভালো নেই, কপালে একটু লাগিয়েছি মাত্র। তবে খেলার ইচ্ছে ছিলো খুব। খেলতে পারিনি বলেই হয়তো পুরোনো দিন গুলো বেশী মিস করছিলাম। আমার মনে পরে বিয়ের পর প্রথম দোলে আমি আর শুভ অনেক মজা করেছিলাম।অফিস ছুটি ছিলো বলে আমি শুয়েই ছিলাম সেদিন, শুভ লুকিয়ে লাল আবীরে ভরিয়ে দিয়েছিল আমার মুখ। আমাদের সাথে কাটানো সেই প্রথম হোলির স্মৃতি যেন এখনো ভুলতে পারিনি। তার পর অনেক হোলি কাটিয়েছি তবে প্রথমবার তো আলাদাই হয় তাইনা?
বছর যত যাচ্ছে তত দায়িত্ব বাড়ছে।বাস্তবতার চাপে যেন ছেলেমানুষী গুলো কমে আসছে। তবুও মাঝে মাঝে পুরোনো দিন গুলো এভাবে নাড়া দিয়ে যায় যে মনে হয় সময় উল্টো দিকে চলুক আর আমরাও আর ও একবার ছোটো হতে শুরু করি, যাতে বাস্তবের চিন্তা ভাবনা আমাদের আনন্দ গুলো ফিকে করতে না পারে।
যাইহোক, জানি অবাস্তব কথা বলছি, হয়তো আপনাদের অনেকের হাসিও পেতে পারে, তবে আপনিও একসময় একা একা বসে ভেবে দেখবেন আপনার মনের ভেতর থেকেও আপনি একই আওয়াজ পাবেন।
ভালো থাকবেন। কাল হোলির জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো। সাবধানে হোলি খেলবেন। আপনার আনন্দ যেন অন্যের ক্ষতির কারণ না হয় সেদিকে খেয়াল রাখবেন।শুভরাত্রি
Congratulations @sampabiswas! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :
You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word
STOP
To support your work, I also upvoted your post!
Check out the last post from @hivebuzz: