ক্ষমা করা একটি মহৎ গুন | Forgiveness is a great virtue.

in BDCommunity3 years ago

ক্ষমা করা একটি মহৎ গুন | Forgiveness is a great virtue.



Source


আমরা সবাই কম বেশি জানি যে ক্ষমা করার মাধ্যমে খুব বেশি আত্মতৃপ্তি পাওয়া যায় যদিও অনেকেই আছি যে কিনা ক্ষমা করার গুন টা অবলম্বন না করেও বিশ্বাস করে খুশি আছি। আমি নিজেই কথাটা মানি কিন্তু অনেক ক্ষেত্রে আমিও পারি না ক্ষমা করতে। অনেক কাছের মানুষকে ক্ষমা করতে না পেরে দূরে ঠেলে রেখেছি এখনো। তো আমার কথা আজ নাই বলি। আজ বলতে চাচ্ছি এক বন্ধুর বাবার ক্ষমাশীল মনোভাব দেখানো একটি গল্প।


তো আমার সেই বন্ধুর দুইটা বড় ভাই আছে যার মধ্যে একজন ইন্টারনেট লাইনের বিজনেস করে (ব্যবসা শব্দটা একটু কেমন যেন বেমানান তাই বিজনেস ব্যবহার করলাম)। ওদের ৪তলা বিল্ডিং এর নিচ তলায় নেট অফিস আর ৪ তলায় সার্ভার সেট করা আছে। একদিন দুপুর ঠিক ২টার দিকে ঘড়ে চোর ঢুকেছে। চোর এর ইচ্ছা ছিল সে সার্ভার রুম থেকে দামি কিছু ডিভাইস চুরি করবে। চোরটার বর্ণনা শুনে বুঝা গেল যে এটা যেই সেই চোর না। হাতে অরিজিনাল রোলেক্স এর ঘড়ি, সাথে আছে অরিজিনাল রেমন্ড এর সানগ্লাস আবার স্যামসাং এস সিরিজের আপডেট ভার্সন ফোন। হ্যা, ভাবতেই পারি যে সবকিছুই হয়তো চুরি করা। কিন্তু খবর পেয়ে যখন চোরের ব্যপারে জানা গেল, তখন বুঝা গেল যে চোরের বড় ভাই ইতালি প্রবাসি এবং সে ই ওসব জিনিস পাঠিয়েছে ছোট ভাই এর জন্যে। তো... ভেবেই নেওয়া যায় যে উচ্চ বংশের চোর, নেশার টাকা জোগাতে চুরিতে নেমেছে। জাই হোক, চোর তো চোরই সে যে বংশের ই হোক না কেন। তো যেখানে ছিলাম... সার্ভার রুমে চোর ঢুকে দরজা লাগিয়ে দিয়েছে। দিনে দুপুরে চুরি করতে গিয়েছে সাহস আছে বলতে হয়।


তো আমার বন্ধুর বড় ভাই যিনি বিজনেস টার মালিক বলা যায় তিনি কিছু একটা আন্দাজ করতে পেরেছিল যখন সে ছাদে যাচ্ছিল। সাধারণত সার্ভার রুমে বাহির থেকেই সবসময় তালা বন্ধ থাকে কিন্তু সে এবার দেখলো যে ভিতর থেকে লাগানো। এমন সময়ে তো তাকে না জানিয়ে কোন কর্মচারীরও ভিতরে যাওয়ার কথা না যেহেতু সে বাসায় ই ছিল। তো সে সুন্দরভাবে দরজায় নক করলো। কিছুক্ষন পর ভিতর থেকে চোর দরজা খুলে...চোখ ডলে ডলে বুঝাচ্ছিল সে মাত্র ঘুম থেকে উঠে আসছে।

চোরঃ কি ভাই? কাকে চাই?
বন্ধুর বড় ভাইঃ (মনে মনে) আমার ঘরে ঢুকে আমাকে জিজ্ঞাসা করে কাকে চাই, এ কোন চোরের যুগে আসলাম রে ভাই?

তো বড় ভাই দরজা জোরে ধাক্কা দিয়ে চোরের মুখে দিল এক ঘুষি। চোর তো চিতপটাং, যেন সে মরেই গেছে। পরে চোরকে যতই মারধোর করা হোক না কেন, তার উঠার কোন নাম নাই। না সে মরে নাই কিন্তু। মরার ভান ধরে আছে এখনো... কিন্তু ধরে নিচ্ছি সে মরেই গেছিল।


আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে যে ক্ষমার মহৎ গুন টাইটেল এ চোরের কাহিনি কেন বলছি... story abhi baki hain mera dost.

বন্ধুর বাবা অফিস থেকে আসছে হঠাৎ, এসেই দেখে চোর টাকে ধরে যে যেভাবে পারে মেরে উঠানোর চেষ্টা করছে কিন্তু চোর তখনও মরার মতো পরে আছে। সব শুনে, বন্ধুর বাবা চোরের কাছাকাছি গিয়ে সবাইকে অনুরোধ করলো যাতে কেউ না মারে চোর কে। এরপর চোরের কাছে গিয়ে ভদ্রলোক চোরের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে বললো, "উঠে চুপচাপ একটা রিক্সা নিয়ে চলে যাও আর টাকা টা দিয়ে কিছু ওষুধ আর খাবার খেয়ে নিও"।

সঙ্গে সঙ্গে মৃতপ্রায় চোর উটে দাড়ালো তারপর হেটে চলে গেল সেখান থেকে। কেউ কিছু বললো না, সবাই চুপ।

আঙ্কেল এর এমন ক্ষমার কথাটা জানানোর জন্যই আজকের এই লেখা।


"The End"

"Be Good, Think Good and Do Good"

"Stay Home, Stay Safe & Let's Beat Corona".


Sort:  

Hi @ashikstd, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON

Congratulations @ashikstd! You have completed the following achievement on the Hive blockchain and have been rewarded with new badge(s) :

You have been a buzzy bee and published a post every day of the week

You can view your badges on your board and compare yourself to others in the Ranking
If you no longer want to receive notifications, reply to this comment with the word STOP

To support your work, I also upvoted your post!

Check out the last post from @hivebuzz:

Valentine's day challenge - Give a badge to your beloved!
Time to go on your Hive Tour

Ota tokhon gun, jokhon manush sot. A sot manush ke ami chain theke tarabo dorkar hole.