How to format with markdow Styling (In Bengali) কিভাবে মার্কডাউন (MarkDown Styling) এর মাধ্যমে আপনার পোস্ট ফরমেট করবেন (পর্ব ৩)

in BDCommunity4 years ago

1.jpg

ভূমিকাঃ

আজকে আমি হাইভ (Hive) এর আরেকটি বেসিক টপিক মার্কডাউন স্টাইলিং এর মাধ্যমে পোস্ট/কমেন্ট ফরমেট করার বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আমরা যখন হাইভে ব্লগিং করি তখন বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে আমাদের লেখাকে ফর্মেটিং করতে হয় অর্থাৎ সাজিয়ে নিতে হয়। যেমন কোথাও আমাদের প্রয়োজনে লেখাকে বড় করতে হবে টাইটেল বানানোর জন্য অথবা কোথাও লেখাকে হাইলাইট করার জন্য গারো বা বোল্ড করতে হবে অথবা বৈজ্ঞানিক নামের কিছু লিখতে ইটালিক করা লাগতে পারে। যারা পুরাতন ব্যবহারকারী আছে তারা এই ফরমেটিং এর বেসিক বিষয়গুলো জানেন তবে যারা নতুন ব্যবহারকারী তাদের অনেকের হয়তো বা এই ব্যাপারটাতে ধারণা নাও থাকতে পারে। যারা নতুন ব্যবহারকারী আছি তারা অন্তত বিভিন্ন পোস্টে দেখে থাকি যে লেখাকে বিভিন্নভাবে ফরম্যাটিং করা হয়েছে অর্থাৎ লেখাকে ব্লগাররা সাজিয়ে থাকেন। তো তারা কিভাবে এই কাজটি করে থাকেন, এটিই আজকের আলোচ্চ বিষয়। এই কাজটি মুলত গিটহাভ (Github) প্লাটফর্মের মার্কডাউন (MarkDown) স্টাইলিং দিয়ে করা হয়ে থাকে। আমি ধারাবাহিকভাবে এই বিষয়টি নিয়ে লিখব আর আজকে ৩ (তৃতীয়) ভাগ। প্রথমে একবার দেখে নেয়া যাক প্রথম দুই পর্বে কি কি আলোচনা করেছি…


প্রথম পর্বের আলোচ্যঃ

  • মার্কডাউন কি
  • মার্কডাউন স্টাইলিং এর কয়েকটি উদাহরন
  • কিছু ফরমেটিং স্টাইল যেমনঃ
    • হেডার
    • বোল্ড (দুইভাবে)
    • ইটালিক (দুইভাবে)
    • বোল্ড ও ইটালিক একসাথে
    • কোন ওয়েভ লিংক তৈরি করা
    • কোন ওয়েভ লিংক কে হাইপারলিংক করা

প্রথম পর্বের লিঙ্কঃ
https://hive.blog/hive-190212/@engrsayful/how-to-format-with-markdow-styling-n-in-bengali-markdown-styling


দ্বিতীয় পর্বের আলোচ্যঃ

  • কেন আমরা মার্কডাউন ব্যবহার করি
  • কিছু ফরমেটিং স্টাইল যেমনঃ
    • ক্রসড আউট (লেখার মাঝে দাগ দেখানো)
    • ইনলাইন কোড (লেখার কোন পর্যায়ে কোডিং করতে চাইলে)
    • মেনশন করা
    • হাইলাইট করা
    • আনঅর্ডারড লিস্ট মানে বুলেটিং(দুইভাবে)
    • সাব বুলেটিং (যেমনটি এখানে করা হয়েছে)
    • অর্ডারড লিস্ট মানে নাম্বারিং
    • কোট বা উক্তি

দ্বিতীয় পর্বের লিঙ্কঃ
https://hive.blog/hive-190212/@engrsayful/how-to-format-with-markdow-styling-in-bengali-markdown-styling


আজকে যা যা থাকছে…

  • লাইন ব্রেক (প্যারার মাঝখানে একটা লাইন দিয়ে প্যারাকে আলাদা করা)
  • ইমেজ
  • টেবিল তৈরী

লাইন ব্রেকঃ

লাইন ব্রেক দেয়ার জন্য পরপর তিনটি আন্ডারস্কোর ( ___ ) চিহ্ন দিতে হবে । তাহলেই লাইন ব্রেক হয়ে হয়ে যাবে। আর এরকম তিনটি আন্ডারস্কোর ( ___ ) চিহ্ন এর পরের লাইনে তিনটি স্টার (***) তারপর আবার তিনটি আন্ডারস্কোর (___) চিহ্ন দিলে তিনটি লাইন দ্বারা লাইন ব্রেক হবে। এখানে আজকের পোস্টে পূর্বের আলোচ্য বিষয়গুলোর পর পর আমি লাইন ব্রেক ব্যবহার করেছি। তারপরও নিচে দুইটি উদাহরণ দেখিয়ে দিচ্ছি কেমন দেখাবে লাইন ব্রেক।
প্রথম লাইন ব্রেক উদাহরণ


দ্বিতীয় লাইন ব্রেক উদাহরণ




ইমেজঃ

ইমেজ আপ্লোড করতে চাইলে নির্দিষ্ট ফরমেট রয়েছে। আর তা হল এরকম

![zxddz4gt63.gif] (https:// img.esteem.ws/zxddz4gt63.gif)

অর্থাৎ বিস্ময় চিহ্ন (!) তারপর তৃতীয় বন্ধনীর [] ভিতর ইমেজ এর নাম ও শেষে প্রথম বন্ধনীর() ভিতর লিঙ্ক। যেহেতু আমরা ইমেজ আপলোড করি যে কোন এপ্স (apps) বা ডিএপ্পস(DApps) বা ওয়েব যেমন hive.blog, peakD.com, esteem app, DTube, 3Speak ইত্যাদি এর মাধ্যমে সেহেতু এই ফরমেটিং টা না জানলেও হয়। আপলোড না করলে ওয়েব এর কোন ইমেজ এর ক্ষেত্রে এই ফরমেটিং টা কাজে লাগবে তাই জানা থাকা ভাল । এখানে .jpg, .png ইত্যাদির পাশাপাশি .gif ফাইলও আপলোড করা যায়।
উপরে যে ইমেজ লিঙ্ক দেয়া হয়েছে তা নিচের মত দেখাবে
zxddz4gt63.gif


টেবিল তৈরীঃ

অনেক ক্ষেত্রে আমাদের পোস্টে তুলনামুলক আলোচনা করতে টেবিল তৈরি করার দরকার হয়। টেবিল তৈরি করা যেমন গুরুত্বপূর্ন তেমনি সহজ। নিচের ফরমেটটি দেখুন।

| টপিক | কি টাইপ করতে হবে | কেমন দেখাবে |
| -------- | -------- | -------- |
|header or title | # বিডি কমিউনিটি | কেমন দেখাবে |

অর্থাৎ আপনি যতগুলো কলাম করতে চান ততগুলো টপিক লিখে এই চিহ্ন দিয়ে আলাদা করুন (|)। যেমম আমি এখাচে তিনটি কলাম ব্যবহার করেছি এই টপিকের প্রথম ও দ্বিতীয় পোস্টে। পরের লাইনে একই ভাবে যতগুলো কলাম করেছিলেন ততগুলো (--------) চিহ্ন দিন লেখার যায়গায় এই চিহ্ন (|)দিয়ে আলাদা করুন যেমনটি আমি উপরে করেছি। আর এভাবেই আপনার টেবিলের হেডিং এর কাজ হয়ে গেল। এবার আপনি পরবর্তি লাইনে গিয়ে আপনার যা লিখার লিখে এই চিহ্ন (|) দিয়ে আলাদা করুন আর লিখতে থাকুন টেবিল তৈরি যাবে। রো বাড়াতে চাইলে এন্টার চেপে পরের লাইনে আবার একই ভাবে লিখে যান। আশা করি পারবেন। আর দেখতে তা নিচের মত দেখাবে

টপিককি টাইপ করতে হবেকেমন দেখাবে
header or title# বিডি কমিউনিটিকেমন দেখাবে

তিনটি পর্বে সাধারণ প্রায় সব ধরনের ফরমেটিং দেখানোর চেস্টা করেছি। কিছু বাদ পড়েছে কিনা বুঝতে পারছি না। যদি কিছু বাদ পড়ে থাকে কমেন্টে জানাবেন। যেহেতু আমি চতুর্থ তথা শেষ পর্বে কিছু এডভান্স ফরমেটিং যেমন - সেন্টার এলাইন (লেখাকে বা ছবিকে লাইনের মাঝে কীভাবে আনতে হয়), ইমুজি, স্নিপেট ও কোডিং সম্পর্কে বেসিক ধারনা দিব তাই সেখানে সংযোজন করার চেস্টা করব যাতে কিছু বাদ না পড়ে।এবং নতুনরা সহজে উপকৃত হতে পারে। এই পোস্টেই আগের দুটি পোস্টের লিঙ্ক দেয়া আছে। যারা এক্সপার্ট রয়েছেন তারা দেখে নিতে পারেন সব ফরমেটিং আসল কিনা। #BDCommunity (@bdcommunity) বাংলা ভাষাভাষী ব্যবহারকারীগন উপকৃত হলেই এই পোস্টের সার্থকতা । ধন্যবাদ সবাইকে।

স্বাস্থ্যবিধি মেনে চলুন


হাইভের বেসিক বিষয়ের উপর আমার বাংলায় লেখা কিছু পোস্টঃ

নিচের কোন টপিক সম্বন্ধে জানার প্রয়োজন হলে পড়ে আসতে পারেন।

আমার অভিজ্ঞতা ও নতুনদের জন্য কিছু দিকনির্দেশনা

গতানুগতিক সোশ্যাল মিডিয়ার সাথে হাইভের পার্থক্য

হাইভ থেকে টাকা আয় করার উপায়গুলো কি কি

হাইভ (Hive), হাইভ পাওয়ার বা এইচপি (HP) ও এইচবিডি (HBD) নিয়ে বিস্তারিত

ডেলিগেশন কি ও বিস্তারিত

ভোটিং পাওয়ার ও এর হিসাব নিকাশ

হাইভে ডাস্ট কি ও কীভাবে তা সেভ করতে পারবেন

আমি কে

আমি বাংলাদেশের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একজন প্রভাষক এবং সদ্য বিবাহিত স্বামী। সাবেক সরকারী ব্যাংকার । আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি আমার বন্ধুদের এবং সম্প্রদায়ের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। আমি এখন পর্যন্ত ইউটিউব, ডিটিউব ইত্যাদিতে আমি যা কিছু শিখেছি তা প্রকাশ করতে চাই, আমি টেক্সটাইল, আর্নিং এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত vlogs ব্যাখ্যা করি। আমি প্রাকৃতিক ফটোগ্রাফি ক্যাপচার করতে ভালোবাসি। আমি সর্বদা একজন শিক্ষানবিস এবং ব্লকচেইনের সাথে চাঁদে পৌঁছতে এখানে ব্লকচেইনে বিশাল সম্প্রদায় তৈরি করতে চাই।

zxddz4gt63.gif

Upvote, Resteem and Follow me on hive @engrsayful


Find me on social media

Follow me on DTube
Follow me on Youtube
Follow me on ThreeSpeak
Follow me on Facebook
Follow me on Twitter

Sort:  

Hi @engrsayful, your post has been upvoted by @bdcommunity courtesy of @simplifylife!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON

Still now I haven't used table formatting, got idea from your post now. I hope I will do.