Resource Credits (RC) [রিসোর্স ক্রেডিট ] এর আদ্যোপান্তঃ নতুনদের জানা জরুরী (Details on Resource Credits (RC) in Bengali)

in BDCommunity4 years ago

1.jpg

Resource Credit (রিসোর্স ক্রেডিট):

রিসোর্স ক্রেডিট [Resource Credit] (RC) নামটি শুনেই বুঝতে পারছেন রিসোর্স ক্রেডিট আসলে একটা ক্রেডিট। তবে এই ক্রেডিটটা অন্য ক্রেডিট বা লোন এর মত না। এই ক্রেডিট কখনো আপনি ট্রান্সফার করতে পারবেন না। এটা নন ট্রান্সফারেবল ক্রেডিট যা কিনা শুধুমাত্র আপনি ব্যয় করতে পারবেন যখন কিনা হাইভে ব্লগিং করে থাকবেন।

আসলে রিসোর্স ক্রেডিটটা এক ধরনের কারেন্সি। আপনি হয়ত বলতে পারেন এটা আবার কেমন কারেন্সি যা ট্রেড করা যায় না। হে আপনি হয়তো এটা ট্রেড করতে পারছেন না কিন্তু এই কারেন্সিটা আপনি ব্যবহার বা খরচ করতে পারছেন। আর এই খরচ করার জায়গা কেবল হাইভ। ধরুন আপনার কাছে কিছু ইলেক্ট্রিসিটি জমা আছে এটা আপনি বিক্রি করতে পারছেন না তাই ব্যবহার করে শেষ করবেন।


RC এর কাজ কিঃ

এই কারেন্সির জন্যই আপনি কিন্তু হাই ব্লকচেইনে পোস্টিং, কমেন্টিং, আপভোটিং, স্টেকিং এবং ট্রান্সফার করতে পারছেন । আপনার যদি এই কারেন্সিটা বা ক্রেডিটটা না থাকে তাহলে আপনি শত চেষ্টা করেও হাইভে একটা কমেন্ট বা একটা পোস্ট করতে পারবেন না তা আপনার যত হাইভ বা এইচবিডি একাউন্টে থাকুক না কেন। একটা লাইক দিলে কত ডলার আসে বা একটা পোস্ট করলে কত আয় করলেন সেটা আসলে ভোটিং পাওয়ার অর্থাৎ রিওয়ার্ড পুল এর বিষয়। এর সাথে রেসোর্স ক্রেডিটের কোন সম্পর্ক নেই। RC শুধুমাত্র আপনাকে এই ব্লকচেইনে কাজ করার জন্য সহযোগিতা করবে অর্থাৎ এই ক্রেডিট যদি আপনার থাকে তাহলেই কেবলমাত্র আপনি হাইভ ব্লকচেইনের কাজগুলো যেমন কমেন্টিং পোস্টিং শেয়ারিং লাইকিং ইত্যাদি কাজগুলো করতে পারবেন । প্রতিটি কাজে আপনার রিসোর্স ক্রেডিট ব্যয় হবে। আর যাদের RC নেই তারা ব্লগিং এর কাজটা করতে পারবেন না।

রিসোর্স ক্রেডিট (RC) এর জন্য নতুন হাইভ ব্যবহারকারিদেরকে অনেক সময়ই সমস্যায় পড়তে হয় অর্থাৎ পোস্ট করতে গেলে অথবা কমেন্ট করতে গেলে দেখা যায় একটা এরর মেসেজ আসে যেখানে বলা হয় আপনার যথেষ্ট আরসি (RC) নেই। তো আজকের এই টপিকটি সম্পূর্ণ পড়ার পর আশা করি এই বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে যাবে এবং নতুনদের জন্য উপকার হবে।


কিভাবে RC বাড়ে ও কমেঃ

রিসোর্স ক্রেডিট অর্জনের জন্য আপনার একটাই উপায় রয়েছে সেটা হচ্ছে আপনার হাইভ পাওয়ার (HP) বাড়ানো। হাইভ পাওয়ারের সাথে সমানুপাতিক হারে রিসোর্স ক্রেডিট সরবরাহ করা হয়ে থাকে। আপনি চাইলে সরাসরি রিসোর্স ক্রেডিট কারো থেকে কিনতে পারবেন না রিসিভ করতে পারবেন না। আপনি কেবলমাত্র হাইভ পাওয়ার অর্জন করলে বা পাওয়ার আপ করলে আপনার RC বাড়বে। যখনই কমেন্ট করবেন, পোস্ট করবেন তখন আপনার RC কমতে থাকবে। কি হারে কমবে সেটা আমি একটু পরে ক্যালকুলেশন করে দেখাচ্ছি তবে এটা আবার সময়ের সাথে সাথে রিফিল হয় অনেকটা ভোটিং পাওয়ারের মত। আমার এই ব্লগের নিচের দিকে ভোটিং পাওয়ার সম্পর্কিত পোস্টটি পড়ে আসতে পারেন। সেখানে আমি বলেছিলাম যে কিভাবে সময়ের সাথে সাথে ভোটিং পাওয়ার রিফিল হয়। ঠিক একইভাবে এখানেও সময়ের সাথে সাথে রিফিল হয় RC অর্থাৎ আপনি যদি একদিন কোন পোস্ট কমেন্ট কিছুই না করেন তাহলে আপনার 22% এর মত RC রিফিল হবে। তাহলে আনুমানিক প্রায় পাঁচ দিনে আপনার RC শূন্য থেকে শতভাগে রূপান্তরিত হবে। এটা সময়ের সাথে সাথে রিফিল হবে ঠিকই কিন্তু কতটা রিফিল হবে সেটা আপনার এইচপির উপরই আসলে নির্ভর করছে। তাই আপনার যদি এইচপি কম থাকে তবে কিন্তু আপনার পক্ষে RC বাড়ানোর কোন উপায় নেই । আর আপনার রিসোর্স ক্রেডিট শুরু হবে যখনই আপনার কাছে 15hp থাকবে ।

RC-র কিছু হিসাব নিকাশঃ

যেহেতু এটা টোটাল সিস্টেমের এইচপি এর উপর নির্ভর করে তাই একটা পোস্টে বা কমেন্টে কত RC খরচ হবে সেটা নির্দিষ্ট করে বলা যাবে না। তবে আমার প্রোফাইল থেকে একটা ধারনা দিচ্ছি। নিচের ছবিতে দেখুন আমার এইচপি ২,৪৫৮ আর RC 2461M (এখানে ৩ এইচপি এডজাস্টমেন্টে আছে)। আপনার এইচ পি আর RC সমান তবে RC এর একক M (মিলিয়ন)।
My RC1.png

এবার নিচের ছবিতে আরো ভাল্ভাবে দেখুন যেখানে দেখানো আছে বর্তমানে কোন কাজে কত RC খরচ হচ্ছে ।

  • একটি পোস্টে 1.05M
  • একটি কমেন্টে 0.067M
  • এবং একটি ট্রান্সফারে 0.17M

https://hiveblocks.com/@username এ গিয়ে দেখতে পারবেন আপনার ডাটা। আরো অনেক জায়গায় গিয়ে দেখতে পারবেন আপনার RC কত আছে তবে বেশিরভাগ প্লাটফর্মে মূল মানটি না দেখিয়ে কেবল RC কত শতাংশ (%) আছে তা দেখায়।
My RC2.png

তো এবার আপনি নিজেই ভাগ করে হিসাব করতে পারবেন আমি দিনে কয়টা কমেন্ট করতে পারব।

হিসাবটা সহজ

2461M / 0.067M
= 36731 টি
এই পরিমান কমেন্ট আমি করতে পারব আমার ১০০% RC দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন।


আবার কোন অ্যাক্টিভিটিতে (যাকে হাইভের ভাষায় বলা হয় ট্রানজেকশন) কত টাকা ব্যয় হবে তা তিনটি বিষয়ের উপর নির্ভর করে যেমন

  • ব্লকচেইন সাইজ
  • কম্পিউট টাইম
  • স্টেট সাইজ
    যেমন ধরুন CPU cycle এ আপনার খরচ হয় ১০ RC/মেগা সাইকেল
    স্টেট মেমরি ৮ RC/বাইট
    হিস্টোরি সাইজ খরচ ৪ RC/বাইট

তাহলে ৫ মেগাসাইকেলে, ১০০ বাইট স্টেট এ ২০০ বাইট ট্রানজেকশন হলে আপনার মোট RC খরচ হবে নিন্মরূপঃ
১০৫০ + ৮১০০ + ৪*২০০
=২১০০ RC


হাইভে RC কেনঃ

রিসোর্স ক্রেডিট RC কেন রাখা হয়েছে এর পেছনে মূল কারণ হচ্ছে যাতে কেউ হাইভ ব্লকচেইনকে খারাপভাবে ব্যবহার না করতে পারে যেমন ধরুন কেউ একটা বট বানিয়ে আনলিমিটেড অটো পোস্ট করতে থাকল। এতে ব্লকচেইন অরক্ষিত ও দুর্বল হয়ে যাবে। যাতে হ্যাকাররা বা এবিউসকারীরা এরকমটা না করতে পারে অথবা স্প্যাম না করতে পারে সেজন্যই RC রাখা হয়েছে। আপনারা জানেন হাইভ ব্লকচেইন একটি কমিউনিটি বেইজড এবং ডিসেন্ত্রালাইজড, এখানে কোন কেন্দ্রীয় মালিকানা নেই। তাই এটা মনিটর করা যাতে দরকার না হয় সেজন্য রিসোর্স ক্রেডিট সিস্টেম রাখা হয়েছে। যারা এখানে কাজ করবে তাদের এইচপি থাকলে তারা RC অর্জন করবে এবং তারা সহজে পোস্ট, কমেন্ট করতে পারবে। আপনারা জানেন অল্পকিছু এসপি থেক অর্জিত RC থাকলেই কিন্তু আপনি আপনার দৈনন্দিন যে পোস্টিং এর কাজ গুলো তা সহজেই করে ফেলতে পারছি। যাতে কেউ কোন মাধ্যমে এখানে অসংখ্য-অগণিত পোস্ট কমেন্ট না করতে পারে সেজন্যই এ ব্যবস্থা। ব্লকচেইনে যে পরিমাণ এইচপি আছে সেটা ডাটাবেজে আছে আর এর সাথে সম্পর্ক রেখেই RC হিসাবায়ন করে রাখা আছে ও সরবরাহ করা হয় এবং এতে প্রতিদিন এখানে কতটা কমেন্ট করা যাবে সব গ্রাহকরা মিলে সেই বিষয়টা নিশ্চিত করা হচ্ছে। অনেকে এটাকে ভুল ভাবতে পারেন যে, আপনি কত বেশি কমেন্ট করে ফেলবেন বা পোস্ট করবেন সেটাকে আটকানোর জন্য RC । এমনটা নয়। কারন আমি আগেই বলেছি অল্পকিছু এইচপি থাকলেই আপনার RC অনেক থাকে যাতে আপনি পোস্টিন, কমেন্টিং এর কাজ সহজেই করতে পারবেন।


নতুনদের জন্য পরামর্শঃ

আপনি প্রথমদিকে হয়ত খুব এইচ পি পাবেন না তাই RC অনেক কম থাকবে। তাই প্রথমদিকে কমেন্ট আর আপভোট করা থেকে বিরত থাকুন। আপনার কম এইচপিতে আপনি আপভোট করেও তেমন কিছু পাবেন না। আপনি যদি এক দেড় মাস গুছিয়ে পোস্ট দেন, কাজ করেন এখানে আপনার যে পরিমাণ এইচপি হবে তাতে আপনার RC নিয়ে চিন্তা করতে হবে না । নিচে একটি ছোট একাউন্টের এইচপির স্ট্যাটাস ও RC দেখাচ্ছি। দেখুন মাত্র ৩২ এইচপি আছে তাই RC ৩৫ মিলিয়ন। আর এতে ৩৩ টি কমেন্ট, একশোরও বেশি আপভোট ও ট্রান্সফার করতে পারবে।
RC 1.png


RC 2.png

তাই বুঝতে পারছেন, ২০ এর মত এইচ পি থাকলে আপনি দিনে ৩/৪ টা পোস্ট, নতুন হিসেবে প্রয়োজনীয় কমেন্ট ও আপভোট করতে পারবেন। আর যদি ২/৩ মাস কাজ করে ১০০ RC অর্জন হয়ে যায় তবে দৌড়াইয়া দৌড়াইয়া পোস্ট, কমেন্ট, আপভোট করতে পারবেন। মানে আপনি চাইলে প্রতিদিন শত শত পোস্ট করতে পারবেন।

শেষকথাঃ

যারা ১/২ মাস ধরে ভালভাবে কাজ করছেন তাদের ভালই এইচপি জমা হওয়ার কথা। যাদের হয়নি বা একেবারে নতুন তারা একটু হিসাব করে পোস্ট, কমেন্ট করবেন। আর RC নিতান্তই শেষ বা কমে আসলে অপেক্ষা করুন রিফিল হওয়ার জন্য । কিছু সময় যেমন ৬/৭ ঘন্টায় রিফিল হওয়ার পর পোস্ট করতে চেস্টা করুন । এতে না হলে আরো সময় নিয়ে রিফিল করে তারপর পোস্ট করার চেস্টা করুন। হয়ে যাবে আশা করি। তবে খেয়াল রাখবেন কিছু এইচ পি তো থাকতেই হবে। আর তা না হলে বুঝতেই পারছেন পোস্ট করতে পারবেন না । সেক্ষেত্রে আপনাকে হাইভ কিনে এইচপি করতে হবে বা সরাসরি এইচপি কিনতে হবে। আর বিডিকমিঊনিটির মাধ্যমে হাইভে একাউন্ট করলে আপনি একটা নির্দিষ্ট এইচ পি ডেলিগেশন হিসেবে পাচ্ছেন। এতে আপনার প্রথমদিকের এই RC ঝামেলা চুকে যাবে। আর যাদের ভাল এইচপি আছে তারা খুব বেশি হিসাব নিকাশ বুঝে কাজ নেই, যেটা আমি বরাবর বলি সেটা করুন আর তা হল আপনার কন্টেন্ট এর দিকে মনোনিবেশ করুন।


হাইভের বেসিক বিষয়ের উপর আমার বাংলায় লেখা কিছু পোস্টঃ

নিচের কোন টপিক সম্বন্ধে জানার প্রয়োজন হলে পড়ে আসতে পারেন।

আমার অভিজ্ঞতা ও নতুনদের জন্য কিছু দিকনির্দেশনা

গতানুগতিক সোশ্যাল মিডিয়ার সাথে হাইভের পার্থক্য

হাইভ থেকে টাকা আয় করার উপায়গুলো কি কি

হাইভে নামের পাশে যে রেপুটেশন (Reputation) দেখায় তা কি, কেন, কীভাবে হিসাব করা হয় ও গুরুত্ব বিস্তারিত

হাইভ (Hive), হাইভ পাওয়ার বা এইচপি (HP) ও এইচবিডি (HBD) নিয়ে বিস্তারিত

কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ১

কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ২

কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ৩

কীভাবে আপনার পোস্ট ফরমেট করবেন মার্কডাউন দিয়ে– পর্ব ৪ ও শেষ পর্ব

ডেলিগেশন কি ও বিস্তারিত

ভোটিং পাওয়ার ও এর হিসাব নিকাশ

হাইভে ডাস্ট কি ও কীভাবে তা সেভ করতে পারবেন

আমি কে




আমি বাংলাদেশে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একজন প্রভাষক এবং সদ্য বাবা। আমি আমার চিন্তাভাবনা এবং ধারণাগুলি আমার বন্ধুদের এবং সম্প্রদায়ের সাথে ভাগ করে নিতে ভালোবাসি। ইউটিউব, ডিটিউব, হাইভে ব্লগিং করতে ভালবাসি। আমি শেয়ার করতে চাই ওইসবকিছু যা আমি শিখেছি যাতে মানুয আমার থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে। আমি আমার ব্লগে টেক্সটাইল, অনলাইন আয়, ও নানান রকম আকর্ষনীয় বিষয় নিয়ে কথা বলে থাকি। আমি সর্বদা একজন শিক্ষানবিস হিসেবে সবার থেকে শিখতে চাই ও এই কমিঊনিটির সাথে এগিয়ে যেতে চাই।


zxddz4gt63.gif

Upvote, Resteem and Follow me on hive @engrsayful


Find me on social media

Follow me on DTube
Follow me on Youtube
Follow me on ThreeSpeak
Follow me on Facebook
Follow me on Twitter

Sort:  

Hi @engrsayful, your post has been upvoted by @bdcommunity courtesy of @rehan12!


Support us by voting as a Hive Witness and/or by delegating HIVE POWER.

JOIN US ON

ভাই সুন্দর পোস্ট। আপানার এই পোস্ট গুলো ভালো লাগে। কাজের পোস্ট।

ধন্যবাদ ভাই